নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

মোবাইল কোম্পানিগুলো এতো টাকা মিনিটে মিনিটে বিজ্ঞাপন আর স্পন্সরের পিছনে খরচ না করে টাওয়ার আর নেটওয়ার্কের পিছনে খরচ করলে ট্যারিফ ও কমতো ! নেটওয়ার্ক সার্ভিসও ভালো দিতে পারতো !
.
সারাক্ষণ ওদের মনে হয় একটা কাজ ! পাল্লা দিয়ে বিজ্ঞাপন ! এক অপারেটর একটা দিলে আরেক অপারেটর দুইটা দেয় !
.
অতীতে একটা অপারেটর ছিলো ! মিনিটে মিনিটে বিজ্ঞাপন দিয়ে বলতো, পালাবে কোথায় ? এখন নিজেরাই পালিয়ে যাচ্ছে !
.
পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞাপন মানুষের মুখ থেকে বের করা 'আহ !! জিনিসটা সেইইই !'
.
আরে দোস্ত শুনছস ! কি এক বিরানী খাইলাম মাইরী মুখে লেগে আছে ! আহ ! দোস্ত সেইই !
.
মুহূর্তে ছড়িয়ে গেলো মুখে মুখে
.
পরের সপ্তাহ দেখা গেলো সেই দোকানের সামনে লাইন আর লাইন !
.
পাশের দোকানি বিখ্যাত সাইনবোর্ড ঝুলিয়ে মাছি মারছে ! আহ ! আমাগো বিরানী ফিলিং ইরানী ! কিরাম ? খেয়ে দেখবেন নি ? যে একবার খাইছে সে এরপর ভেজিটেরিয়ান হয়ে গেছে !
.
যেমন সিলেট সাতকড়ার আচার, রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের চমচম, দিনাজপুরের পাপড়, ঢাকার বকরখানি, কুমিল্লার রসমালাই, চট্টগ্রামের মেজবানির গোস্ত, নাটোরের কাঁচাগোল্লা, নোয়াখালির ন্যাড়া পিঠা, মুন্সিগঞ্জের ভাগ্যকুলের মিষ্টি, নওগার সন্দেশ, পাবনার লুঙ্গি কোন বিজ্ঞাপনের কারণে বিখ্যাত হয়েছিলো ?
.
মসলিন, জামদানি, খাদি ও বা কোন বিজ্ঞাপনের কারণে পৃথিবী জয় করেছে ?
.
পৃথিবীর সবচেয়ে বড় এড হলো মানুষের সন্তুষ্টি ! সারা জীবন সুযোগ পেলেই ট্রাম্পের মতো বড় বড় করে বলে উঠবে, একদিন মোড়ের ঐ দোকানের এক কাপ লাল চা খেয়ে এসে বলিস মামু কিসের সন্ধান দিলাম ! পুরাই মাল !
.
এক শুক্রবার শর্মা কিনতে গিয়ে জিইসি ফ্লেভার্সে গেলাম ! কারণ সাদিয়া কিচেন বন্ধ ! এগারোটায় খুলবে ! সাধারণত শর্মার জন্য বিখ্যাত সাদিয়া কিচেন তো উপায়ন্তর না দেখে ফ্লেভার্সে গিয়ে বললাল শর্মা কি সাদিয়া কিচেনের মতো সুস্বাদু হবে ? দোকানদার বলে মিথ্যে বলে লাভ নেই পুরো সিটিজিতে ওদের টেস্ট কোথাও পাবেন না ! ভালো জিনিসের সুনাম মনের অগোচরে অন্য প্রতিযোগীর মুখ দিয়ে ও বের হয়ে যায় !
.
ইট ইজ কল্ড রিয়েল মার্কেটিং ! মিনিটে মিনিটে বিজ্ঞাপনের দৌড় একদিন অথবা একবার ! তারপর শুধু গালি হপে ! :P

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৫

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল কথা বলেছেন শরীফ! সহমত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.