নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ইস্যু

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৭

তনু অথবা অন্য কেউ ধর্ষিত হয়েও ভাগ্যবতী কারণ তাদের বিচারের দাবীতে আন্দোলন হয়েছে ! ফেসবুকাররা গড়ে তিনটি করে স্ট্যাটাস দিয়েছি !
.
কিন্তু চার বছরের যে মেয়েটি ! নাম তার পুজা তাকে চল্লিশের কাছাকাছি এক জানোয়ার সাইফুল ধর্ষণের আগে যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে বড় করে নিয়েছিলো সে ও তো ভাগ্যবতী হতে পারতো ! চৌদ্দ কোটি মানুষ তার নাম ধরে বলতে পারতো, বিচার চাই ! বিচার চাই !
.
ফেসবুক থেকে শুরু করে মিডিয়া গরম হয়ে যেতো ! কেনো গরম হয়নি ?
.
আমরা এমনি ! ইস্যু না হলে হিস্যু করি না ! আমরা একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটনা ভুলে যায় !
.
আমাদের দেহের উত্তাপ কমে গেলে আমরা বৌ কে ও লাথি মেরে বিছানা থেকে ফেলে দিই !
.
হুজগে ! বড্ড হুজুগে জাতি আমরা
.
সত্যি বলতে কি পুজার ধর্ষণের একটি ভিডিও ভাইরাল হওয়া দরকার ছিলো ! দাউ দাউ করে আগুন জ্বলানোর জন্য হলেও
.
অনেক সুশীলরা বলে মানুষ না বাঁচিয়ে ভিডিও করছে ! এ কেমন মানুষ ! তাদের বলছি সে ভিডিওটি না করলে পুজার ধর্ষণের মতো ঘটনাটি দুই এক কাইক এগিয়ে হারিয়ে যেতো
.
এই পর্যন্ত যতগুলো ঘটনা বাংলাদেশ কাঁপিয়েছে সবগুলো ভিডিও ভাইরাল ছিলো !
.
বিচার পাওয়ার জন্য হলেও ভিডিও চাই ! পুজা তোমার দুর্ভাগা কারণ জাতির ইন্দ্রিয়ে সুরসুরি দেওয়ার মতো কোন প্রমাণ আমাদের কাছে নেই সত্যি নেই ! বিচারের দাবী তাই দুকরে কাঁদবে !
.
তোমার আর্তনাদ শুনেও আমরা শুনবো না ! সত্যি তুমি ইস্যু হতে পারোনি ! তোমার মতো হাজারো পুজা ইস্যু না হতে পেরে নীরবে নিভৃতে হেরে যায়
.
এমন কি হাজারো রাজন ! হাজারো খাদিজা ! যাদের নাম জানা হবে না কখনো !
.
আর বেশী কিছু লিখবো না ! কারণ ইস্যুবিহীন একটি লেখা লিখে পাঠকের মন জয় করা যাবে না ! লেখাটিও পুজার মতো নীরবে নিভৃতে হারিয়ে যাবে ! ভালো থেকো পুজা !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২২

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: আসলে লোক দেখানো আবেগ আর সত্যকারের মনুষত্বের মধ্যে যে যোজন যোজন পার্থক্য তা আমরা বাঙালির উপলব্ধির বাইরে। পূজা, তনু, খাদিজা, রাজন যার নামই বলা হোক না কেন, এইসব ভিকটিম থেকে অপ্রয়োজনীয় কিছু পপুলারিটি পাওয়ার লোকের অভাব নেই। আসলে সত্যকারের আন্দোলন বা কোন বিচার আদায় এদের মুখ্য বিষয় কিনা তা কে জানে। আপনি খুব সুন্দর লিখেছেন।

২| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৪

শূন্যতার প্রাপ্তি বলেছেন: দূর্ভোগ যারা পোহাচ্ছে তারা তো ভাই দেশের সাধারন জনগন। ভিআইপি কেউ হইলে না টনক নড়তো। দূর্ভাগ্য আমাদের ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.