নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

খরগোশ vs কচ্ছপ

২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩১

সোজা হিসেব হলো কেউ কেউ ফাঁকিবাজী করেছিলো বলেই তুমি তাকে টপকে প্রথম সেকেন্ড থার্ড হতে পেরেছো
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলছে ধরো আমার প্রাণপ্রিয় অর্থনীতি সাবজেক্টে একশ চল্লিশটা সিট ! এখন যদি দশ হাজার ছেলে ঐ সিটের বিপরীতে রাত দিন নাওয়া খাওয়া বাদ দিয়ে পড়াশুনা করে তাহলে কি হবে ! চারশ সিট কি কোন যাদুর বলে দশ হাজার সিট হয়ে যাবে ? হবে না শুধু প্রতিযোগিতটা ই বাড়বে
.
যে ছেলেটা আলসেমি করে ফেসবুকে চ্যাট করে সময় নষ্ট করছে সে আসলে মূলতো সিট ছেড়ে দিয়ে তোমাকে ঐ সিটে বসাতে সাহায্য করছে
.
মোটিবেশন সবাইকে কাজে দেয় না ! দিবেও না ! কিন্তু কেউ কেউ ঠিকি নিজেকে পাল্টে নিবে
.
সবাই জীবনে সফলতার চেষ্টা করে না বলে কেউ কেউ সফল হয়
.
আজ আমি যে সময়ে বসে মুড়ি খাচ্ছি ঠিক সে সময়ে কেউ মাথার ঘাম পা'য়ে ফেলে ওসাইন বোল্ট হয়ে উঠছে
.
শীত শীত ভাব দেখে সকাল ছয়টায় যে সময়ে আমি নিজের গা'য়ের উপর কম্বল টেনে নিচ্ছি ঠিক সে সময়ে মাশরফি সাকিব, তাসকিনের মতো ছেলেরা প্যাকটিসে নেমে যাচ্ছে
.
দাদাগিরি অনুষ্ঠানে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, এমন কোন দিন নেয় যে দিনে খুব ভোরে উঠে প্যাকটিস করেন নি ! রুটিন ওয়ার্ক
.
তুমিও জিতবে এর মানে সবাই জিতবে না ! শুধু 'তুমি' জিতবে ! তোমার পাশের 'ও' জিতবে ! যদি অন্যরা হেরে গিয়ে তোমাকে সহযোগিতা করে
.
তুমিও জিতবে মানে তোমাকে কেউ একজন অদম্য চেষ্টা না করে তোমাকে জিতিয়েছে ! তার প্রতি তোমার কৃতজ্ঞ হওয়া উচিত
.
আমরা ফেল্টুসরা আছি বলে তোমরা সফল হও, তোমাদের সফলতার গল্প আমরা লিখে দিই !
.
সুতরাং যে ঘুমায় তাকে ঘুমাতে দিয়ে নিশ্চুপ পথে খরগোশ আর কচ্ছপের গল্পের মতো এগিয়ে যান কারণ খরগোশ জাগলে খবর আছে ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.