নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
রোদেলার সাথে শেষ দেখার সময় ইভান বলেছিলো, 'মাফ করে দিস্ ! চাকরিটা হবে হবে করেও হলো না ! অষ্টম ভাইভার মতো তুই ও আমার জীবনে আজ থেকে ব্যর্থতার গল্প ৷ দোআ করি তুই সুখি হ...আর কত প্রতীক্ষা করবি ? এবার যে সম্বন্ধটা এসেছে ভালো পাত্র তুই রাজী হয়ে যা !'
.
নিচের দিকে তাকিয়ে রোদেলা পাঁচ মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে ছিলো তারপর চোখ উপরের দিকে তুলে দেখে ইভান আর সামনে নেই
.
সে ভালো করে জানে ইভান দূরে কোন নির্জন স্থানে বসে সিগারেট টানছে ! ছেলেটির এই একটি বদঅভ্যেস ! প্রতিদিনকার মতো মেয়েটি আজ আর তাকে নিষেধ করলো না
.
একটি অধিকার হারানোর গল্পের শুরু
.
দিন যায় ! মাস যায় ! বছর ঘুরে এলে মেয়েটি আরো কিছুদিন অপেক্ষা করে একদিন সত্যি সত্যি অন্য ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হয়
.
মেয়েদের বয়সের চাপ আরে ছেলেদের চাকরির চাপ দুটোই বয়স বেড়ে গেলে চাপাচাপিতে রূপ নেয়
.
দীর্ঘ এক যুগ পর তাদের সাথে দেখা ! রোদেলার চুলে পাক ধরেছে, ইভান যদিও নিয়মিত হেয়ার কালার করে ! তবুও কেউ কাউকে চিনতে ভুল করেনি !
.
আজ তাদের দুইজনের দুটি গাড়ি আছে, দুটি বাড়ি আছে, রোদেলার দুটি সন্তান আছে....না থাকার লিস্টে তারা একে অপরের জীবনে নেই
.
ইভান একটি সিগারেট জ্বালালো ! রোদেলা তাকিয়ে আছে ! সিগারেটটি এক টানও না দিয়ে মাটিতে ফেলে জুতো দিয়ে পিষে দিলো ! নির্বাক রোদেলা ! প্রশ্ন করে বসলো, 'সিগারেট ফেলে দিলে কেনো ?' উত্তর আসে, 'যতবারি একটি সিগারেট ধরিয়ে ফেলে দিই ততবারি মনে হয় তুমি সামনে দাঁড়িয়ে নিষেধ করছো !'
.
বিয়ে করোনি এখনো ? ' না করিনি !' কেনো ? 'রোদেলা দিনগুলো হারিয়ে গেছে বলে !' আমার কি কোন দোষ ছিলো ? ' না ! তুমি চাকরির জন্য যথেষ্ট চেষ্টা করেছিলে !' আসলে সবি নিয়তি
.
ওপাশ থেকে রোদেলার স্বামী ডেকে চলছে ! কই গেলে তুমি ? আমরা বাড়ি ফিরবো তো ! পার্টি শেষ পর্যায়ে
.
'সেই সন্ধ্যা নামার বুকে ! তোমার নাম ধরে কেউ ডাকে ! তুমি মুখ লুকিয়ে কার বুকে........!'... হেডফোনে ফুল ভলিউমে গানটি ছেড়ে নিজের গাড়ি নিজে ড্রাইভ করে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করছে তার !
.
মৌলিক অধিকার আর একটু ভালো থাকার কাছে হেরে যায় ভালবাসা ! হেরে গেছে ইভান আর রোদেলা ! চোখে জল থাকুক তবুও পেট ভাত চাই !
©somewhere in net ltd.