নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ডেসটিনি করার সময়কার কথা ! একদিন দেখলাম আমার বস রহিম মামার মন খারাপ ! কিরে কি হয়েছে ! বসের মন খারাপ তা তো মেনে নেওয়া যায় না !
.
পরে বুজলাম আসলে বসের মন খারাপ না, বস আসলে খুব টেনশনে আছে ! টেনশনটা ডায়মন্ড হওয়ার পরের টেনশন ! একদিন বস পিএসডি থেকে ডায়মন্ড হবেন
.
ততদিনে বসের ক্লাশ সিক্সে পড়া মেয়ের বিয়ের বয়স হবে ৷ শত শত ডায়মন্ড ক্রাউনরা গাড়ি নিয়ে বসের মেয়ের বিয়েতে আসবে খুব ভালো কথা তবে টেনশনটা কি নিয় ?
.
টেনশন মূলতো চট্টগ্রামে এতো গাড়ি একসাথে পার্কিং করার কোন জায়গা নেই !
.
যায় হোক ডেসটিনিতে সব টাকা ইনভেস্ট করে ডেসটিনি বন্ধ হয়ে যাওয়ার পর বস তার পুরনো দোকান ব্যবসায় ফিরে গেছে
.
কথায় আছে, 'পুরনো চাল ভাতে বাড়ে !'
.
ডেসটিনির নিন্দা করার জন্য এই পোস্ট নয় ! আমি নিজেও ভুক্তভোগী
.
তবে আর যায় হোক ডেসটিনিসহ অন্য এমএলএমগুলো যা পারে তা হলো স্বপ্ন দেখাতে পারে ! স্বপ্নগুলোকে বাস্তবতার মতো ফুটিয়ে তুলতে পারে যদিও তা ভুল স্বপ্ন তাই কর্মীরা জীবন বাজী রেখে নেমে যায় ঘুমালে সে ল্যান্ড কুজার গাড়ি দেখে !
.
আমার জীবনে একমাত্র অনার্সে সেকেন্ড ক্লাস কারণ আমি সেকেন্ড ইয়ারে তিন তিনটা সাপ্লি এবং দুইটা ইমফ্রোব খেয়েছিলাম কারণ ডেসটিনি আমাকে স্বপ্ন দেখাতে পেরেছিলো যে অর্থনীতি পড়ে কি হবে তুমিতো হবে ক্রাউন !
.
ঘুমালে আমি ক্রাউন আবুল কালাম আজাদকে দেখতাম বসলে ডাইমন্ড রাজীব মিত্রকে দেখতাম আর উপরের দিকে তাকালে রফিক সাহেবকে দেখতাম বামে আমার বসকে দেখতাম ডানে ডায়মন্ড হওয়ার স্বপ্নগুলোকে দেখতাম
.
আমার মতো লক্ষ যুবককে হাজারো ট্রেনিং মোটিবেশন ফলোয়াপের মাধ্যমে ডেসটিনি কিছু মরীচিকা মার্কা স্বপ্ন বাস্তবতার মতো করে দেখাতে সক্ষম হয়েছিলো তার ক্রেডিট অবশ্যই আমি দিতে বলবো না
.
এপিজে আব্দুল কালামের একটি উক্তি আছে, 'স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখে বরং স্বপ্ন ওটাই যা ঘুমাতে দেয় না !' আমি বলবো, 'স্বপ্ন এমন হওয়া উচিত যা এমএলএম দেখাতে সক্ষম হয়, স্বপ্ন ওটা নয় যেটা তোমাকে ওরা বানাবে বলে আশ্বাস দেয় !'
.
শুধু স্বপ্ন দেখে মনে প্রাণে সেই পথ ধরে চললে হবে না, সেই পথটি সঠিক কি না সেটা সবার আগে খুঁজে দেখতে হবে ৷
২| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫০
অতঃপর হৃদয় বলেছেন: ভুল স্বপ্ন দেখেছিলেন। এখন সঠিক স্বপ্ন দেখুন এবং তা বাস্তবায়ন করুন।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩০
মোটরসাইকেল ভ্যালী বলেছেন: ঘুম ভেংগে স্বপ্ন থেকে বাস্তবে এসেছেন এর জন্য স্যালুট