নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ফেরা

২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

তোমার সাথে আমার হাজার বার কথা না বলার সংকল্প আছে ! পান থেকে চুন খসলেই আমার মোবাইলের ব্লক লিস্টে একমাত্র তুমিই থাকো
.
ফেসবুকের কথা কি বলবো ! অসংখ্য বার ব্লক করে আনব্লক করা যদি কোন খেলা হতো সে খেলায় আমি নিশ্চই প্রথম হতাম
.
অসংখ্য বার তোমাকে ওয়াদা করেছি ! কত শত হাজার পণ করেছি কিন্তু দিন শেষে বুজেছি তোমাকে ছেড়ে আমার চলবে না
.
আর ফিরবো না বলে ফিরেছি বার বার
.
আমি শখ করে বলি, 'প্রেম আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই !'
.
আমি ফিরতে পারি কারণ তুমি কেউ কেউ ফিরে আসবে বলে দীর্ঘশ্বাস ফেলে সুদূর নীলিমায় প্রতীক্ষিয়া থাকো বলে
.
জগতে সবাই সম্পর্কে ব্যর্থতার গল্পগুলো বলে কিন্তু উল্টো গল্পগুলো নিতান্তই বেশী
.
আমি তুমি সে একটি সম্পর্কের গল্প থেকে বেড়ে উঠি বেঁচে থাকি
.
পৃথিবীর প্রত্যেকটি ঘরে আপনি একটি সম্পর্কের গল্প পাবেন, গল্পগুলো ভেঙ্গে গেলে কাব্য গান হয়ে ফুটে উঠে
.
আমার গানের লিস্টে নব্বই শতাংশ সম্পর্ক ভাঙ্গার গান ! আমার পড়া গল্পেও বেশীর ভাগ সম্পর্ক ভাঙ্গার গল্প ! আমার দেখা সিনেমাগুলোও
.
সম্পর্ক ভেঙ্গে যায় ! হাজারবার ভাঙ্গে ! ভাঙ্গনে সাহিত্য সৃষ্টি হয় কিন্তু জোড়া লাগলেও সে ভাঙ্গনের সাহিত্যটি কালজয়ী থাকে
.
মানুষের একটি সহজাত প্রবৃত্তি সে দুঃখকে বড় করে দেখে সুখকে নয় ! তাই সুখের সময়গুলো দ্রুত কেটে যায় !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি শখ করে বলি, 'প্রেম আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই !'......আগে শুধু রাজনীতির বিষয়টাই জানতাম, প্রেমের বিষয়টা আজই জানলাম :-B

২| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৮

ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগলো । সুন্দর লেখনী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.