নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পৃথিবীতে একমাত্র সালাম, বরকত, রফিক, জব্বর ওদের কেই পাবেন যারা ভাষার জন্য আন্দোলন করে ভাষা হারিয়ে নির্বাক হয়ে গিয়েছিলো !
.
খারাপ লাগে যখন ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে কাতুকুতু দিই সে রিপ্লাই করে, 'প্লিজ ভাইয়া ডোন্ট ডিস্টার্ব মি এনি মোর' আরেকবার কাতুকুতু দিয়ে দেখলাম রেগে মেগে বাংলা বলে কি না ! এবার বললো, 'ইউ হেভ নো রাইট !'
.
ভয়টা আমার ওখানে ! আমি বলছি না ইংরেজি বলতে হবে না ৷ আমি চাই আমাদের বাচ্চার যদি পারে পৃথিবীর সব ভাষার পন্ডিত হোক কিন্তু তার পান্ডিত্য যেন বাংলায় হোক ৷ সে ব্যথা পেলে যেন অন্তত 'ওম্মাম্মাগো' বলে চিৎকার করবে
.
আমি চাই আমার স্যার খুব রেগে গেলে আমাকে 'ইডিয়ট' না বলে মূর্খ/গাধা/নির্বোধ/আহাম্মক/বুদ্ধু বলুক
.
আমি যদি অন্যকোন দেশে জন্মগ্রহণ করতাম তাহলে ভাষা নিয়ে আমার কোন মাথা ব্যথা থাকতো না ৷ সত্যি থাকতো না কিন্তু আমি এমন একটি দেশে জন্ম নিয়েছি সে দেশ পৃথিবীর বুকে একমাত্র দেশ যারা ভাষার জন্য জীবন দিয়ে চিনিয়ে এনেছে 'আন্তর্জাতিক মাতৃভাষা'র খেতাব
.
হয়তো আমাদের প্রজন্ম বায়ান্ন দেখেনি তাই আমাদের কাছে এসব রূপকথা ! কিন্তু যে অন্তত বায়ান্নর 'মাতৃভাষা বাংলা চাই' পোষ্টারগুলোর দিকে তাকিয়ে একটু ভেবেছে সে কোন দিন বাবাকে ড্যাড বলবে না !
.
তুমি হিন্দী চর্চা করো তাতে আমার কোন সমস্যা নেই কিন্তু তুমি কথায় কথায় হিন্দী বলে যদি নিজেকে স্মার্ট হিসেবে প্রতিষ্ঠা করতে চাও তবে তুমি একটা 'বাল' শব্দটির বাংলা অর্থ খুঁজার তোমার অধিকার নেই
.
তোমার চেয়ে অনেক বেশী ইংরেজী ভাষার নেশা ছিলো মাইকেল মধুসূদন দত্তের ! দি ক্যাপটিব ল্যাডি সহ ইংরেজিতে অনেক কিছু লিখেছিলো সে ! সে নেশায় বিদেশ পাড়ি দিয়েছিলো, একদিন নিজের ভুল নিজে বুজতে পেরেছিলো ! 'কপোতাক্ষ নদ' কবিতাটি তার জ্বলন্ত প্রমাণ
.
সে প্রকৃত বুদ্ধিমান যে অন্যের ভুল থেকে শিখে আর বোকারা শিখে নিজে ভুল করে..!
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: আমি চাই আমার স্যার খুব রেগে গেলে আমাকে 'ইডিয়ট' না বলে মূর্খ/গাধা/নির্বোধ/আহাম্মক/বুদ্ধু বলুক.....আমাদের এই চাওয়াটা খুব বেশী কিছু নয়, কিন্তু দেখুন আমাদের দেশের কোন ব্যংকে গেলে মনে হবে ওটা ইংরেজদের কোন দেশ, বাংলার ছিটেফোটাও ওখানে খুঁজে পাওয়া দুস্কর।