নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি মনে করি ইসলাম নিজে একটি দল শুধুমাত্র একটি দল সেখানে কাওমী, শিয়া, সুন্নী, ওয়াহেবী, জামায়েতী, মাজারি.......সহ বাকী দলগুলো সব নিজেদের মনগড়া দল বৈকী আর কিছু নয় ! একান্ত নিজস্ব ভাবনা আমার ! তবে চার মাজহাব স্বীকৃত ওটার বাহিরে বাকী নিজস্ব মনগড়া মাজহাবের ভিতর মাজহাবগুলো আমাকে ভাবায় ! আমার ধর্ম ইসলাম আমি মুসলিম কিন্তু আমি কেন আবার নিজে নিজে কোন ইসলামী দল হতে যাবো ! ইসলাম নিজেই তো একটি দল ! একটি মন ! একটি প্রাণ ! একটি সংগঠন ! একটি জীবন বিধান ! এক আল্লাহ ৷ হযরত মোহাম্মদ (সঃ) আমাদের নয়ন মনি আল্লাহর প্রেরিত রাসূল ৷ এক নেতা ! এক আদর্শ ! যদি ভুল বলে থাকি শুধরিয়ে দিবেন...!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
আবদুর রব শরীফ বলেছেন: ব্যপারগুলো আমাকেও ভাবায়
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪
শূন্যপুরান বলেছেন: কাওমী, শিয়া, সুন্নী, ওয়াহেবী, জামায়েতী, মাজারি...এগুলো আমাকেও ভাবায়।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭
আশাবাদী অধম বলেছেন: প্রত্যেকটি দল পৃথক ভাবে নিজেদের দলকেই স্বতন্ত্র ধর্ম বানিয়ে ফেলেছে। ইসলামকে কেন্দ্র করে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধের যে রীতি গড়ে উঠেছিল, তার আজ বড়ই অভাব।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২
আবদুর রব শরীফ বলেছেন: একদল আরেকদলকে সহ্য করতে পারে না !
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ভেদাভেদই আবার বিরোধী পক্ষের জন্য অস্ত্র...
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪
শূন্যপুরান বলেছেন: কাওমী, শিয়া, সুন্নী, ওয়াহেবী, জামায়েতী, মাজারি...এগুলো আমাকেও ভাবায়।