নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নিজস্ব অভিমত !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

আমি মনে করি ইসলাম নিজে একটি দল শুধুমাত্র একটি দল সেখানে কাওমী, শিয়া, সুন্নী, ওয়াহেবী, জামায়েতী, মাজারি.......সহ বাকী দলগুলো সব নিজেদের মনগড়া দল বৈকী আর কিছু নয় ! একান্ত নিজস্ব ভাবনা আমার ! তবে চার মাজহাব স্বীকৃত ওটার বাহিরে বাকী নিজস্ব মনগড়া মাজহাবের ভিতর মাজহাবগুলো আমাকে ভাবায় ! আমার ধর্ম ইসলাম আমি মুসলিম কিন্তু আমি কেন আবার নিজে নিজে কোন ইসলামী দল হতে যাবো ! ইসলাম নিজেই তো একটি দল ! একটি মন ! একটি প্রাণ ! একটি সংগঠন ! একটি জীবন বিধান ! এক আল্লাহ ৷ হযরত মোহাম্মদ (সঃ) আমাদের নয়ন মনি আল্লাহর প্রেরিত রাসূল ৷ এক নেতা ! এক আদর্শ ! যদি ভুল বলে থাকি শুধরিয়ে দিবেন...!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

শূন্যপুরান বলেছেন: কাওমী, শিয়া, সুন্নী, ওয়াহেবী, জামায়েতী, মাজারি...এগুলো আমাকেও ভাবায়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

আবদুর রব শরীফ বলেছেন: ব্যপারগুলো আমাকেও ভাবায়

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

শূন্যপুরান বলেছেন: কাওমী, শিয়া, সুন্নী, ওয়াহেবী, জামায়েতী, মাজারি...এগুলো আমাকেও ভাবায়।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

আশাবাদী অধম বলেছেন: প্রত্যেকটি দল পৃথক ভাবে নিজেদের দলকেই স্বতন্ত্র ধর্ম বানিয়ে ফেলেছে। ইসলামকে কেন্দ্র করে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধের যে রীতি গড়ে উঠেছিল, তার আজ বড়ই অভাব।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

আবদুর রব শরীফ বলেছেন: একদল আরেকদলকে সহ্য করতে পারে না !

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ভেদাভেদই আবার বিরোধী পক্ষের জন্য অস্ত্র...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.