নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গডফাদার

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

মারিও জিয়ানলুইজি পুজো'র বিখ্যাত 'দ্য গডফাদার' পড়েছিলাম বন্ধু সাগর থেকে নিয়ে সেই বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে শেষ 'দ্য লাস্ট গডফাদার' বইটি পড়েছিলাম কিছুদিন আগে
.
সলোজো নামের এক ড্রাগ ডিলার নিউইয়র্ক শহরে ড্রাগের বিস্তার লাভ করার জন্য ডন বিটো করলিয়নি সাথে আঁতাত করতে চেয়েছিলো সে রাজি হয়নি বলে তাকে পাঁচটা গুলি করা হয় ভাগ্যক্রমে ডন বেঁচে যায় কিন্তু তার ছেলে মাইকেল প্রতিশোধের নেশায় পাগল হয়ে সলোজেকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে তার কপালে গুলি করে এবং সাথে এক পুলিশকে মেরে পালিয়ে যায় ! এভাবে প্রেমিকের সাথে ঘুরে বেড়ানো একটি রোমান্টিক ছেলে রাতারাতি পাল্টে যায় ! পাল্টে যায় তার জীবন !
.
বইয়ের মূল কথা, পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়
.
মূলতো এক অত্যাচার থেকে বাঁচতে গড়ে উঠে মাফিয়া পরে আরো অত্যাচারের মাধ্যমে তারা টিকে থাকে
.
মারিও পুজো'র মতে, 'সকল সফলতা পিছনে ও ক্রাইম লুকিয়ে থাকে !'
.
মাফিয়া ছেড়ে বাস্তব জীবনে আসি,
'ছেলেটি যা বেতন পেতো ভালই চলতো, কলিগদের সততার গল্প শুনাতো, একদিন সে বিয়ে করলো, সেই লেভেলের সুন্দরী ! সুন্দরীর সব ভালো কিন্তু কথায় কথায় তার বান্ধবীদের হাজবেন্ডের গল্প বলতো ! ছেলেটি প্রিয়তমার গল্পগুলোর চরিত্র হওয়ার জন্য ঘুষ খাওয়া শুরু করলো এখন সে মস্ত বড় ঘুষখোর !'
.
মেয়েটি দীপিকা পাডুকনের মতো জনপ্রিয় হতে চেয়েছিলো ! খুব শান্ত শিষ্ট ছিলো মেয়েটি এখন লাল নীল বেড রুমে সে নিয়মিত নিজেকে বিলিয়ে বেড়ায় ! এবার মনে হয় চান্স আছে ! আজ মনে হয় চান্স আছে ! এখন তার হাতে অসংখ্য নাটকের চান্স....
.
বাবা ছাড়া এক মুহূর্ত চলতে না পারা মেয়েটিও আজ ইয়াবার রঙ্গিন দুনিয়ায় ঘুরার নেশায় ক্রাইম করে বেড়ায়
.
সবাই পরিস্থিতির শিকার ! ইয়া বড় বড় যুক্তি আছে সবার কাছে ! দিন শেষে সেই যুক্তি খন্ডন করে বেঁচে থাকতে হয় ৷
.
এই লেখাটির ইতি টানতে পারলাম না কারণ আমিও পরিস্থিতির শিকার ! আমার মতাদর্শ ঠিক অন্যের আবার কিসের মতাদর্শ ! দিন শেষে সবাই গডফাদার !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫০

কানিজ রিনা বলেছেন: হ্যা বইটি আমিও পরেছি, তবে ইয়াবা খোররা
গড ফাদার ইসটাইলে চলে। আসলে আমাদের
দেশের পরিস্থিথি দা লাস্ট ডনের রাজকীয়
স্টাইলেই পরিনত হয়েগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.