নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ফ্লেভারময় জীবন !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

এক বড় ভাই এক বিখ্যাত জুসের কোম্পানিতে চাকরি নিয়েছিলো তারপর তাকে উৎপাদন পক্রিয়া দেখাতে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হলো সেখান প্রায় অর্ধেক নষ্ট মিষ্টি কুমড়া গলিয়ে কিভাবে আমের ফ্লেভার দিয়ে ম্যাঙ্গো জুস বনানো হয় তা দেখার পর অবধি এখনো তিনি ভুলেও আমের জুস খান নি !
.
বিখ্যাত কেক ফ্যাক্টরির ইতিহাসটা অন্য রকম সেখানে নষ্ট হয়ে যাওয়া ডিম এক টাকা করে কিনে নেওয়ার কন্টাকচুয়াল ইতিহাস দেখার পর ভুলেও কেক খাননি আর কখনো
.
আমাদের ব্রেইন খাওয়ার আইডেনটিফাই করে সাধারণত নাক দিয়ে ৷ ডিসকভারিতে একটি পোগ্রাম দেখেছিলাম ওখানে চোখ বন্ধ করে নাক দিয়ে একটি ফলের ঘ্রাণ দিচ্ছিলো কিন্তু মুখ দিয়ে অন্য ফল খাওয়াচ্ছিলো এবং তাদের জিজ্ঞেস করা হচ্ছিলো তারা কি খাচ্ছে ! সবাই এক বাক্যে নাক দিয়ে ঘ্রাণ নেওয়া খাদ্যের নাম বলছিলো কিন্তু খাচ্ছিলো অন্য খাদ্য
.
মূলতো বৈজ্ঞানিক এই থিওরিকে কাজে লাগিয়ে দেদারচ্ছে ব্যবসা করে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো
.
খাদ্যের মান নির্ধারণ করার জন্য একটি প্রতিষ্ঠান আছে তাদের যদি বউ নির্ধারণ করতে দেওয়া হয় বেপরটা এমন হতে পারে এটা মেয়ে দেখতে হিজড়ার মতো মনে হলেও আবার এটা হিজড়া দেখতে যদিও মেয়ের মতো মনে হয় !
.
পুরো যুগটা হয়ে গেছে ফ্রেভারময় একটি যুগ ৷ মেকাপের চাকচিক্য দেখে রাতে সুন্দরী বউয়ের কোলে শুয়ে থেকে মডেলের কল্পনায় ঘুম হারাম !
.
আমরা কি খাবো সেটা বড় কথা না এখন কোন ফ্লেভার খাবো সেটাই আসল কথা
.
যেমন ধরুণ ইয়াবা, ক্ষতিকর মিথাইল অ্যামফিটামিন ও
ক্যাফেইনের মিশ্রণে তৈরী কিন্তু তরুণ তরুণীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে মূল উপাদানের সঙ্গে মেশানো হয় আঙুর, কমলা বা ভ্যানিলার ফ্লেভার, সবুজ বা লাল কমলা রঙ। ফলে আসক্ত
ব্যক্তিরা এর প্রচন্ড ক্ষতিকর
প্রভাবটুকু প্রথমে বুঝতে পারে না।
.
ফ্লেভার নিয়ে একটা কৌতুক মনে পড়লো, সুন্দরী মহিলা বসকে নালিশ দিলো তার কলিগ তাকে বলছে তোমার চুলের ফ্লেভারটা সেইইই ! বস বললো, বেচারা প্রশংসা করেছে এতে রাগ করার কি আছে ? সুন্দরী বললো, সে আমার কোমরের সমান লম্বা ! সুতরাং এটা ইভটিজিংয়ের পর্যায়ে....!
.
সবচেয়ে বড় সমস্যা এই ফ্লেভারটা যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ডুকে যায় ! কেউ ভালো মানুষের ফ্লেভার নিয়ে আড়ালে আবডালে দুনিয়ার সব খারাপ কাজ করে বেড়ায়
.
মানুষগুলো কেমন জানি ফ্লেভারময় হয়ে যাচ্ছে !
.
আপনি তো অমুকের আদর্শের সৈনিক তাহলে এই ফালতু কাজটি করলেন কিভাবে ? "দূর ভাই আমি তো অমুকের ফ্লেভার মাত্র !" চোখ বন্ধ করে আমের জুস মনে করে খেয়ে নিন ! বাহ! স্বাদটা মন্দ না !

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

হাসান মাহবুব বলেছেন: ভালা একটা বিষয় নিয়া লিখসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.