নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ছোটবেলায় সদ্য বিবাহিত এক বড় ভাই টাকা হাতে দিয়ে বলতো, অনেকদিনতো বেলুন খেলিস না এই নে দশ টাকা, তোর পাঁচটা আমরা পাঁচটা, আমরা ভাগেযোগে খেলবো ! যা নিয়ে আয় ! চকলেটের বক্সে তখন বেলুন বিক্রি করতো দোকানদার
.
এনে দেওয়ার পর তুই ছোট মানুষ দুইটা নিয়ে খেল আমি আটটা দিয়ে খেলবো ! খেলতে খেলতে দুটো বেলুন ফেটে গেলেও আটটা বেলুনের আর খোঁজ মিলতো না কখনো
.
বড় হয়ে খুঁজে পেয়েছি সেই আটটা
.
আজ সেই বড় ভাইগুলোকে অনেক শ্রদ্ধা করি তারা আসলেই ভদ্র ছিলো
.
দিন দিন আমরাই অভদ্র হয়ে যাচ্ছি ! বিয়ে শাদীর নাম গন্ধ নাই ! কথায় কথায় ডায়লগ উড়ায় ! "দিন সজলদের ! আজ খেলা হপে !"
.
আমরা এমন এক প্রজন্ম যারা ফেসবুকের মতো ওপেন ফ্লাটফর্মে লিংক খুঁজে বেড়ায় ! একে ওকে ফলো করি ! ফিগার থেকে টিগারের ইঞ্চি ইঞ্চি মাপ জানি !
.
আমাদের বিবেকের নিরাপত্তার চেয়ে মোবাইলের নিরাপত্তা বেশী ! একটা মোবাইল নম্বর ডায়াল করতে তিন স্তরের নিরাপত্তা মারিয়ে যেতে হয় !
.
ইউ হেভ টু বুজতে হবে
.
একসময় পাড়ার সবচেয়ে কুখ্যাত ছেলেটির অপরাধ ছিলো সে কোন এক অবেলায় রাস্তায় দাঁড়িয়ে কোন এক মেয়ের সাথে দশ সেকেন্ড কথা বলেছিল
.
এই দশ সেকেন্ডে আই লাভ ইয়ু তোমার বাবা.....আসছে এদিকে বলতে পেরেছিল কি না সন্দেহ
.
ফিরে আসছি দশ সেকেন্ড পর
.
এর মধ্যে এলাকায় রটে গেছে কুখ্যাত ছেলেটির মধুর সুখ্যাতি
.
ভাবা যায় এমন একটি পৃথিবী যেখানে তুমি আর আমি আর কেহ নয় ! প্রবেশেরও তো সুযোগ নেই ! এমন পৃথিবীটা কেমন ছিলো ?
.
কেমন হতো বিয়ের পর
.
জীবনে যে মেয়েদের হাত ধরে নি সে আজ কাঁপা কাঁপা ভঙ্গিতে হাতের উপর হাত রাখছে !
.
জীবনে যে মেয়েদের সাথে রোমান্টিক কথা বলেনি সেও কাঁপা কাঁপা স্বরে ভালবাসি বলছে !
.
এমন একটি ছেলে/মেয়ে বাসর ঘরে একলা 'তুমি দিও নাকো বাসর ঘরের বাত্তি নিবাইয়া.....' ফিলিংস নিয়ে
.
আমি পাইলাম আমি ইহাকে পাইলাম
.
ওহ ম্যান !
.
জীবনে কোন মেয়ে সকালে হাত বাড়িয়ে চা এগিয়ে দিচ্ছে !
.
সব নতুন নতুন ফিলিংস এবং রোমান্টিক আবিষ্কারের মধ্য দিয়ে গড়ে উঠছে একটি সংসার....! কেমন হতো...
.
ওহ সরি ! আমি ভুলে গেছিলাম ডিজিটেল যুগে বসে ক্ষেত যুগের গল্প বলছিলাম ! সরি সরি সরি !
.
এই সপ্তাহে আমি বড় ভাইয়ের সামনে সদ্য সিক্স সেভেনে উঠা দুই বন্ধুর কথোপকথন ! মেয়েটি ছেলেকে বলছে, তাদের ক্লাশের রহিমার বয় ফ্রেন্ড আছে, তানিয়ার ও আছে, ওহ হে সামিনারও রিলেশন আছে.........তুই ক্যাটরিনার সাথে প্রেম করতে পারিস ! ও খালি আছে !
.
ইউ হেভ টু বুজতে হবে.......!
.
ওদের বয়সে আমরা জানতাম বেলুন খেলার সাথী ! আসলে আমরাও ক্ষেত ! উঠতি প্রজন্ম ডিজিটেল !
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা প্রেষণা দেওয়ার জন্য
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯
আবু ইশমাম বলেছেন: আসলে আমরাও ক্ষেত ! আধুনিক হয়ে উঠতে পারি নে যে তাই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩
আবদুর রব শরীফ বলেছেন: আমি আবারো ক্ষেত হয়ে জন্মাতে চাই
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
সুমন কর বলেছেন: সময় সব কিছু বদলে দেয়....
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭
আবদুর রব শরীফ বলেছেন: সময় অসময়
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
আবদুর রব শরীফ বলেছেন: বদলে যায় সময়
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
চেনা পথের অচিন পথিক বলেছেন: ঠিক ই বলেছেন ভাই
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ রেখে গেলুম
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৯
রক্তিম দিগন্ত বলেছেন:
ডিজিটাল যুগ-ক্ষেত যুগ বলে আলাদা কিছু নাই। সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হবে। আগের অনেক প্রতিবন্ধক আস্তে আস্তে সরে যাবে। এখনকার বাঁধা গুলোও আজ থেকে বিশ বছর পর বিলীন হয়ে যাবে। এইটাই সিস্টেম।
কিন্তু, মেন্টালিটি ফ্যাক্টটা সবসময়ই একরকম। সময়ের সাথে সাথে এটাকে উন্নত করতে হবে এই যা কাজ। এটুক করতে পারলে তো আর প্রবলেম নাই। এইটুক না করে এগিয়ে গেলে তো ডিজিটাল যুগ-ক্ষেত যুগ-গুহামানব যুগ - সবই এক। কোন ফায়দা তো আর নাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭
হাবিব বলেছেন: হা হা হা হা।।ভাই পড়ে মজা পেলাম।