নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
অফিসার থেকে গ্রেড চেঞ্জ হয়ে সিনিয়র অফিসার এভাবে গ্রেড চেঞ্জ হয়ে এক্সিকিউটিব, সিনিয়র এক্সিকিউটিব, এসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার হয়ে ডিরেক্টর লেভেলে ডুকতে হয় একজন চাকুরিজীবীকে
.
আগে মনে করতাম ছাত্র জীবনে সব যুদ্ধ শেষ ! পরীক্ষা আর টেনশনের প্যারা বোধহয় ছাত্র জীবনে ফেলে দিয়ে সামনে আরাম আর আরাম
.
বেপারটি তেমন নয় ৷ যুদ্ধতো মাত্র শুরু হয় ছাত্র জীবনের পর ছাত্রজীবন হলো তার প্রস্তুতি ক্ষেত্র মাত্র
.
কেডিএস গ্রুপের সিস্টার কনসার্ন কেডিএস এক্সেসোরিজের একাউন্ট ডেপলপমেন্ট অফিসার হিসেবে সাত মাসের অভিজ্ঞতা থেকে বলছি
.
যদিও অভিজ্ঞতার ঝুলি খুব ছোট কিন্তু হেড অফিসে চাকরি করার সুবাদে এই অধমের মহারথিদের কর্মযজ্ঞ দেখার সুযোগ হয়েছে
.
একই দিনে একই পোস্টে জয়েন করে কেউ আজ জেনারেল ম্যানেজার আর কেউ পড়ে আছে ঠিক যেন আগের জায়গায়
.
যোজন যোজন পার্থক্য দুইজনের মধ্যে
.
পরিচয় হয়েছে কিছু সেই লেভেলের খেলোয়ারের সাথে যারা মাথা দিয়ে খেলে ! নিশ্চুপ দাবা খেলা !
.
চাকরির সুবাধে প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে ! ইয়ং ওয়ান, কেনপার্ক, রিজেন্সি, ইউনিভোগ থেকে শুরু করে হালের জিন্স এক্সপ্রেস ! সব অফিসের একই চিত্র !
.
বিভিন্ন প্রতিষ্ঠানের বায়ার, মার্চেন্ডাইজার, ফিনানসিয়াল, সিইও, জিএম, এমডি, ডিরেক্টর লেভের অনেকের সাথে কম বেশী সখ্যতা গড়ে উঠেছে !
.
শুনেছি কিভাবে দুই তিনশ কোটি টাকা খরচ করে গারমেন্টস দিয়ে লসের পর লস খেয়ে ছেঁড়া সেন্ডেল পরিধান করে দেউলিয়া ঘোষিত মালিক বের হয় !
.
আবার, এ ও শুনেছি কিভাবে চায়ের দোকানের মালিক থেকে আস্তে আস্তে উন্নতি করে আজ হাজার কোটি টাকার মালিক তার গল্পও
.
গল্পগুলো আমাকে ভাবিয়েছে ! কাছ থেকে দেখেছি গল্পগুলো ! গল্পের চরিত্রদের ! কি অমানুষিক পরিশ্রম করে কিছু মানুষ সফলতা চিনিয়ে আনে আবার কেউ কেউ লভিং করে উঠে !
.
সময় বড় নিষ্ঠুর ! তুমি নিজেই একটা প্রতিষ্ঠান হতে না পারলে একদিন বালির ত্রাসের মতো তুমিও একটি গার্মেন্টের মালিক হয়ে ছেঁড়া স্যান্ডেল পড়ে বের হবে, অভিজ্ঞতা, পরিশ্রম, ইন্টেলেজেন্সি, অভিনত্ত্বের বিকল্প নেই ৷
.
যে তেল মাখো সে তেলে একদিন তুমিও পুড়ে ছাই হয়ে যেতে পারো........! সাধু সাবধান ৷
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১২
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৮
ছায়াপথের যাত্রী বলেছেন: বাসা-বাড়ি, সরকারী-বেসরকারী অফিস থেকে শুরু করে সমাজ রাষ্ট্র সব জায়গা আজ তেলে তেলারণ্য।
এটাই এ সময়ের বাস্তবতা।।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: সুন্দর করে বাস্তব কথাগুলো সংক্ষেপে বলার জন্য ধন্যবাদ।