নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
অক্সিজেন মোড় দিয়ে হাঁটছি এমন সময় দেখলাম এক লোক হাতে কাঁধে করে লুঙ্গি বিক্রী করছে ৷ যদিও এটা প্রতিদিনকার দৃশ্য ৷ তো লুঙ্গি পরিধান করা এক লোক একটা লুঙ্গি দেখছে ! অপলক নয়নে লুঙ্গিটার দিকে তাকিয়ে আছে তারপর লুঙ্গিটা হাতে নিয়ে দৌড় !
.
লুঙ্গিওয়ালাও দৌড়াচ্ছে ! পথে আরো দুই চারজন পথিকও দৌড়াচ্ছে ! মনে হলো পুরো বাংলাদেশ দৌড়াচ্ছে ! এভাবে দুই মিনিট দৌড়ে সে পালাতে সক্ষম হলো ৷
.
লুঙ্গিওয়ালা চারশ মিটার দৌড়ে ফিরে আসলে তাকে জিঙ্গেস করলাম, ভাই লুঙ্গি চিনতাইকারী যে লুঙ্গিটা নিয়ে পালিয়ে গেছে তার দাম কতো ?
.
একদাম একশো বিশ টাকা ! তবে আমি নিশ্চিত ঐ লোক ধরা খেলে একশ বিশটা কিল ঘুষি খেতো আমি নিজেও দুইটা দিতাম
.
কিন্তু একটি লুঙ্গির জন্য যে মরে যেতেও রাজি, জীবন বাজি রাখতে মরিয়া সে কেমন অভাবী ?
.
তাকে আবার খুঁজে ফেলে আমি তাকে কি করবো ? একটি লুঙ্গি কিনে দিবো ? না পুলিশে ধরিয়ে দিবো ?
.
জীবন কেমন জানি ! কারো কাছে একটি লুঙ্গি ই জীবন আবার কেউ এক পৃথিবীর সবকিছু পেয়েও জীবন খুঁজে পাইনি !
.
ঐ লোক লুঙ্গিটি পরিধান করে কেমন মজা পেয়েছে ? তাকে কাছে পেলে মুন্নী সাহার মতো আমিও প্রশ্ন করে বসতাম, ভাইজান আপনার অনুভূতি কি ?
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
আবদুর রব শরীফ বলেছেন: আসলে জীবন যখন যেমন !
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮
একটি পেন্সিল বলেছেন: ভাল বলেছেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নির্মম বাস্তবতা। আজকে অনেক বড় বড় ব্যবসায়ীকে মাত্র ৪০/৫০ টাকা মার্জিনের জন্য ক্রেতাদের কাছে এত মিথ্যা কথা আর কাকুতি মিনতি করতে হয় আর ঐ লোক তো পথের বিক্রেতা...
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪
আবদুর রব শরীফ বলেছেন: একদম
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দুজনের জন্যই মন্তব্যঃ বেচারা !
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৫
আবদুর রব শরীফ বলেছেন: আসলেইঃ বেচারা
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮
বোরহাান বলেছেন: মানবিক দিক বিবেচনায় একটা লুঙ্গি কিনে দেয়াটাই দায়িত্ব কিন্তু বাস্তবতা হচ্ছে চুরির অপরাধে তাকে শুধু উত্তম মাধ্যমই পেতে হয়!
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২২
নীল-দর্পণ বলেছেন: কারো কাছে একটি লুঙ্গি ই জীবন আবার কেউ এক পৃথিবীর সবকিছু পেয়েও জীবন খুঁজে পাইনি ! খুবই বাস্তব !