নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লুঙ্গিটি পরিধান করে আপনার অনুভূতি কি ?

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১১

অক্সিজেন মোড় দিয়ে হাঁটছি এমন সময় দেখলাম এক লোক হাতে কাঁধে করে লুঙ্গি বিক্রী করছে ৷ যদিও এটা প্রতিদিনকার দৃশ্য ৷ তো লুঙ্গি পরিধান করা এক লোক একটা লুঙ্গি দেখছে ! অপলক নয়নে লুঙ্গিটার দিকে তাকিয়ে আছে তারপর লুঙ্গিটা হাতে নিয়ে দৌড় !
.
লুঙ্গিওয়ালাও দৌড়াচ্ছে ! পথে আরো দুই চারজন পথিকও দৌড়াচ্ছে ! মনে হলো পুরো বাংলাদেশ দৌড়াচ্ছে ! এভাবে দুই মিনিট দৌড়ে সে পালাতে সক্ষম হলো ৷
.
লুঙ্গিওয়ালা চারশ মিটার দৌড়ে ফিরে আসলে তাকে জিঙ্গেস করলাম, ভাই লুঙ্গি চিনতাইকারী যে লুঙ্গিটা নিয়ে পালিয়ে গেছে তার দাম কতো ?
.
একদাম একশো বিশ টাকা ! তবে আমি নিশ্চিত ঐ লোক ধরা খেলে একশ বিশটা কিল ঘুষি খেতো আমি নিজেও দুইটা দিতাম
.
কিন্তু একটি লুঙ্গির জন্য যে মরে যেতেও রাজি, জীবন বাজি রাখতে মরিয়া সে কেমন অভাবী ?
.
তাকে আবার খুঁজে ফেলে আমি তাকে কি করবো ? একটি লুঙ্গি কিনে দিবো ? না পুলিশে ধরিয়ে দিবো ?
.
জীবন কেমন জানি ! কারো কাছে একটি লুঙ্গি ই জীবন আবার কেউ এক পৃথিবীর সবকিছু পেয়েও জীবন খুঁজে পাইনি !
.
ঐ লোক লুঙ্গিটি পরিধান করে কেমন মজা পেয়েছে ? তাকে কাছে পেলে মুন্নী সাহার মতো আমিও প্রশ্ন করে বসতাম, ভাইজান আপনার অনুভূতি কি ?

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২২

নীল-দর্পণ বলেছেন: কারো কাছে একটি লুঙ্গি ই জীবন আবার কেউ এক পৃথিবীর সবকিছু পেয়েও জীবন খুঁজে পাইনি ! খুবই বাস্তব !

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

আবদুর রব শরীফ বলেছেন: আসলে জীবন যখন যেমন !

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

একটি পেন্সিল বলেছেন: ভাল বলেছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নির্মম বাস্তবতা। আজকে অনেক বড় বড় ব্যবসায়ীকে মাত্র ৪০/৫০ টাকা মার্জিনের জন্য ক্রেতাদের কাছে এত মিথ্যা কথা আর কাকুতি মিনতি করতে হয় আর ঐ লোক তো পথের বিক্রেতা...

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪

আবদুর রব শরীফ বলেছেন: একদম

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দুজনের জন্যই মন্তব্যঃ বেচারা ! :|

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৫

আবদুর রব শরীফ বলেছেন: আসলেইঃ বেচারা

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

বোরহাান বলেছেন: মানবিক দিক বিবেচনায় একটা লুঙ্গি কিনে দেয়াটাই দায়িত্ব কিন্তু বাস্তবতা হচ্ছে চুরির অপরাধে তাকে শুধু উত্তম মাধ্যমই পেতে হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.