নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
দেশের প্রধানমন্ত্রী হতে তো তিনটা/চারটা ফাস্ট ক্লাস লাগে না,
.
বিরোধি দলের নেত্রী হতে তো কিছুই লাগেনা
.
কোন দিন এমপিদের নমিনেশন দেওয়ার সময় বলেছিলেন, চারটা ফাস্ট ক্লাস চাই
.
কখনো তো বলেননি ,
রাষ্ট্রপতি নিয়োগে জিপিএ ফোর আউট ৩.৭৫
.
স্পিকার নিয়োগে ৩.৫০ নূন্যতম যোগ্যতা
.
কখনও তো এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, চেয়ারম্যান, মেম্বারসহ যারা আছে তাদের পরীক্ষা নিতে শুনি না, শুনি নি!
.
তাদের অধীনে চাকরি করা আমলাদের শুধু পরীক্ষার কষাঘাতে পিষ্ট হতে হয়
.
মাননীয় জানেন!
কত কবি হারিয়ে গেছে কবির নাম/জন্ম-মৃত্যু সাল/সৃষ্টির সংখ্যা মুখস্ত করতে করতে?
.
টেনশনে কত বিলিয়ন চুল পাকনা ধরে কত শিল্পীমন হারিয়ে গেছে?
.
হারিয়ে গেছে কত প্রেমিক-প্রেমিকার পুষ্পটিত আবেগ
.
বাবারা প্রিয় সন্তানদের কত অসংখ্য গালি দিতে হয়েছে ?
.
তিলে তিলে ইংরেজী পড়া ছেলেটির বিশ বছর নষ্ট করে তাকে ব্যাংকের কেরানী বানিয়েছেন!
.
বিশ্বাস করুন, বইয়ের ভারে আমাদের মেরুদন্ড বেঁকে গেছে কিন্তু বিবেক উদ্বেলিত হয়নি!
.
শিক্ষা হলো বাচ্চাদের ঔষুধ খাওয়ানোর মত, কৌশলে দিতে হয়, জোর করে দিলে হজম নয় কেবলি পরীক্ষার হলে বমি হয়!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১
আবদুর রব শরীফ বলেছেন: তাই তো দেখছি
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২
সজীব সাখাওয়াত বলেছেন: রাষ্ট্রপতি নিয়োগে জিপিএ ফোর আউট ৩.৭৫
এতো অসম্ভব
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১
আবদুর রব শরীফ বলেছেন: চাইলেই সম্ভব !
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪২
মানিজার বলেছেন: সমইস্য!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬
আবদুর রব শরীফ বলেছেন: সমাধান কি ?
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: 'এন্ডলেস ওয়েট' লেখক- আগাথা ক্রিস্টি।
আগাথা ক্রিস্টি (১৫ই সেপ্টেম্বর, ১৮৯০ – ১২ই জানুয়ারি, ১৯৭৬) একজন ইংরেজ অপরাধ কল্পকাহিনী লেখক। তিনি ৮০টি রহস্য উপন্যাস লেখেন, যাদের মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো (Hercule Poirot) ও মিস মার্পল'র কাহিনীগুলো অন্যতম। তাঁকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
আবদুর রব শরীফ বলেছেন: পড়ে দেখার চেষ্টা করবো !
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪১
মো:সাব্বির হোসাইন বলেছেন: পাঠ্যবই মুখস্ত করিয়ে ছাত্র-ছাত্রীদের মেধাবী করে তোলা হচ্ছে।লাভ কি হচ্ছে!! চাকরীর ইন্টার্ভিউ এর সময় বুঝা যায় কিরকম মেধাবী তৈরি করছে!!
এসব বলে হয়তো কোন লাভ নেই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
আবদুর রব শরীফ বলেছেন: লাভ কি হচ্ছে প্রশ্নটি রেখে গেলুম !
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: হাহা। পোস্টের মূল দিকটা ভাল লাগলো।
সত্যি কথা বলতে কী জানেন, সবাই এখন এটাই মেনে নিয়েছে। কেউ এগুলো নিয়ে প্রতিবাদ করতে চায় না। বয়স বাড়তে বাড়তে একটা সময় মেনেই নেয়। তাই, সমস্যা ছিল - তা সমস্যার জায়গায়ই রয়ে গিয়েছে।
সবাই যদি একত্রে গর্জে উঠতে পারতো - তাহলে, এই সমস্যা না - সব সমস্যাই দূর করা যেত।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩১
সুমন কর বলেছেন: এসব প্রশ্ন কখনো করো না .....!!!
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩
কলাবাগান১ বলেছেন: বইয়ের ভারে আমাদের মেরুদন্ড বেঁকে গেছে কিন্তু বিবেক উদ্বেলিত হয়নি!