নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অসময়ে এই রূপ কাক পক্ষীও দেখবো না !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

বেশী দূরে যাবো না মাত্র কয়েক বছর আগে নোকিয়া ৩৩১০ মডেলের মোবাইল দেখলে আইফোন সেভেনের ফিলিংস হতো, মনে হতো ইশ ! যদি আমার একটা মোবাইল থাকতো
.
এমন এক সময় আমি নিজ চক্ষে দেখেছি কাউকে নোকিয়া ৩৩১০ মডেল গিফট করলে সে তিন দিন অপমানে কথা বলবে না !
.
আজকের আইফোন সেভেন দশ বছর পর নোকিয়া ৩৩১০ হয়ে যাবে কাউকে গিফট করলে অপমানে কচু গাছ খুঁজবে ফাঁসি দিবে বলে
.
বুজ হওয়ার পর দশ বছর থেকে ছাব্বিশ বছর এই ষোল বছর জীবনে অনেক অনেক পরিবর্তন দেখেছি ৷
.
দেখেছি ইয়া বিশাল রেডিও হাতে নিয়ে এলাকার জমিদার হেঁটে যাচ্ছে !
.
ফনিক্স সাইকেল যৌতুকের আশায় বিয়ে করে সংসারি হয়ে গেছে কুদ্দুস
.
পা'য়ের জুতো বগলে নিয়ে হেঁটে যাচ্ছে মাষ্টার সাহেব
.
শুনতে হাস্যকর মনে হলেও একদিন এটাই ছিলো চরম বাস্তবতা ৷ তুমি কিডনি বেঁচে আইফোন সেভেন নেওয়ার স্বপ্ন দেখো এক সময় আসবে বস্তু(চকলেট) বেঁচেও তুমি এটা নিতে চাইবে না
.
ও রে ভাই এতো লাফাইয়ো না ! ওরে বোন এতো লাফাইয়ো না ৷ মানুষকে মানুষ মনে করো, বুড়ি হয়ে ডেন্ডুর হয়ে গেলে এই রূপ কাক পক্ষিও দেখবো না ৷
.
মানুষকে একটু ভালবাইসোরে ভাই ৷ ক্যারিয়ারে অনেক কিছু করতে পারবে কিন্তু তার সাথে সমানতালে মানুষের ভালবাসা না কুড়াই নিতে পারলে জানাজায় কাক পক্ষিও আসতে চাইবো না
.
চিন্তা মৃত্যু পর্যন্ত প্রসারিত করো, এতো অহংকার বালির ঘরের মত ভেঙ্গে পরবে একদিন চারপাশে তাকিয়ে দেখবে কেউ নেই ! কোথাও কেউ নেই ৷ মাটির সাথে বালি মিশে গেছে ৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

করুণাধারা বলেছেন: মাত্র ছাব্বিশ বছর বয়সেই এমন জীবন দরশন কিভাবে পেলেন? পড়ে ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.