নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বেশী দূরে যাবো না মাত্র কয়েক বছর আগে নোকিয়া ৩৩১০ মডেলের মোবাইল দেখলে আইফোন সেভেনের ফিলিংস হতো, মনে হতো ইশ ! যদি আমার একটা মোবাইল থাকতো
.
এমন এক সময় আমি নিজ চক্ষে দেখেছি কাউকে নোকিয়া ৩৩১০ মডেল গিফট করলে সে তিন দিন অপমানে কথা বলবে না !
.
আজকের আইফোন সেভেন দশ বছর পর নোকিয়া ৩৩১০ হয়ে যাবে কাউকে গিফট করলে অপমানে কচু গাছ খুঁজবে ফাঁসি দিবে বলে
.
বুজ হওয়ার পর দশ বছর থেকে ছাব্বিশ বছর এই ষোল বছর জীবনে অনেক অনেক পরিবর্তন দেখেছি ৷
.
দেখেছি ইয়া বিশাল রেডিও হাতে নিয়ে এলাকার জমিদার হেঁটে যাচ্ছে !
.
ফনিক্স সাইকেল যৌতুকের আশায় বিয়ে করে সংসারি হয়ে গেছে কুদ্দুস
.
পা'য়ের জুতো বগলে নিয়ে হেঁটে যাচ্ছে মাষ্টার সাহেব
.
শুনতে হাস্যকর মনে হলেও একদিন এটাই ছিলো চরম বাস্তবতা ৷ তুমি কিডনি বেঁচে আইফোন সেভেন নেওয়ার স্বপ্ন দেখো এক সময় আসবে বস্তু(চকলেট) বেঁচেও তুমি এটা নিতে চাইবে না
.
ও রে ভাই এতো লাফাইয়ো না ! ওরে বোন এতো লাফাইয়ো না ৷ মানুষকে মানুষ মনে করো, বুড়ি হয়ে ডেন্ডুর হয়ে গেলে এই রূপ কাক পক্ষিও দেখবো না ৷
.
মানুষকে একটু ভালবাইসোরে ভাই ৷ ক্যারিয়ারে অনেক কিছু করতে পারবে কিন্তু তার সাথে সমানতালে মানুষের ভালবাসা না কুড়াই নিতে পারলে জানাজায় কাক পক্ষিও আসতে চাইবো না
.
চিন্তা মৃত্যু পর্যন্ত প্রসারিত করো, এতো অহংকার বালির ঘরের মত ভেঙ্গে পরবে একদিন চারপাশে তাকিয়ে দেখবে কেউ নেই ! কোথাও কেউ নেই ৷ মাটির সাথে বালি মিশে গেছে ৷
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯
করুণাধারা বলেছেন: মাত্র ছাব্বিশ বছর বয়সেই এমন জীবন দরশন কিভাবে পেলেন? পড়ে ভাল লাগল।