নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
একটু চিন্তা করুন তো যদি মার্ক জুকার বার্গ সরকারি আমলা হওয়ার জন্য অনার্স মাস্টার্স করে কপি পেস্ট সিলেবাস গলদকরণ করে ঢাকা টু রংপুর দৌড়াত তাহলে কি হতো ?
.
বিল গেটস সফটওয়ার নিয়ে না খেলে যদি ডাক্তারি নিয়ে খেলতো বেপারটা কি হতো ?
.
রবি ঠাকুর কবিতা না লিখে যদি ইঞ্জিনিয়ারিং পড়ে ডুপলেক্স বাড়ির আর্ট করতো বেপারটা কি হতো ?
.
শেখ মুজিব যদি রাজনীতি না করে ডক্টরেট পিএইচডি করার তাগিদে বিদেশ পড়ে থাকতো তাইলে কি হতো ?
.
শিল্পচার্য জয়নাল আবেদীন ছবি না আঁকে রাত দিন ব্যাংকের হিসেব মিলিয়ে ম্যানেজার হলে তাহলে কি হতো ?
.
সাকিব আল হাসান যদি ক্রিকেট নিয়ে ব্যস্ত না থেকে যদি সংবিধান মুখস্ত করতো তাহলে কি হতো ?
.
উদাহরণ দিতে গেলে রাত চলে যাবে....
.
সফল ব্যক্তি বলতেই জীবনের সময়িক অংশে ব্যর্থ কেউবা স্কুল আউট ! কেউবা অংকে ডাবল জিরো আবার কেউবা সুরে টানে আউয়্যুব বাচ্চু/কুমার শানুর মতো ঘর ছাড়া
.
কথা হলো তুমি কি হতে চাও ! কি ভালো পারো ! কিসের নেশা তোমাকে পাগল করে দেয় ! কোন পথে তুমি পাহাড় ডিঙ্গানোর মনোবল পাও ! সেই পথ খুঁজে নেওয়া ৷
.
বাবা মা তোমাকে জন্ম দিয়েছে কিন্তু তোমার স্বপ্নকে তুমি জন্ম দিয়েছো ৷ হয়তো কেউ জানে তুমি জানো তুমি একজন ভালো বক্তা হতে পারবে ৷ তুমি বিশ্বাস করো বিশ্বের ডেল কার্নেগী ছাপিয়ে তুমি হবে বাংলার সেরা মোটিবেশনাল বক্তা
.
তোমার বুকে হাত দিয়ে নিজের উপর বিশ্বাস রেখে একবার জিঙ্গেস করো তুমি কি হতে পারবে ? যদি মনে করো তুমি সেরা শিল্পী হবে, ঐ প্রতিভা তোমার আছে তাহলে কন্ঠ খুলে কাঁপিয়ে গাও, 'যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে...হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে ৷'
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭
আবদুর রব শরীফ বলেছেন: ইন্টারেস্টিং কমেন্ট ৷
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩২
Sarfaraj Shahi বলেছেন: যে জাতির মধ্য কাকরার মনভাব আছে সে জাতি শিক্ষিত হতে পারে জ্ঞানী নয়
আমি এ যুগে সফলতার পথ দেখি কিন্তু সে পথের পথিক দেখিনা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮
আবদুর রব শরীফ বলেছেন: কাঁকড়া পা ধরে নামানোর মতো জাতির পা ধরে টানছে অনেকেই ......!
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১
হানিফঢাকা বলেছেন: স্কুল পালিয়ে সবাই রবীন্দ্রনাথ হয় না, আবার স্কুলে গিয়েও সবাই শিক্ষিত হয় না।
যারা সাকসেস হয়েছে শুধু তাঁদের কথাই লেখা হয়।
উদাহরণ দিতে গেলে রাত চলে যাবে.... - এর বিপরীত উদাহরণ দিতে গলে জীবন ই শেষ হয়ে যাবে।