নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
২৯ মিনিটের ভিডিও ! কার কার লাগবে ? বিভিন্ন আস্কিং/জনপ্রিয় গ্রুপে এমন পোস্ট দেখে ভিতরে ডু মেরে কমেন্ট চেক করতে থাকি ৷ বিশ্বাস করুন লিংকের জন্য না ! শত শত মানুষ কিভাবে লিংক ভিক্ষা করছে তা দেখার জন্য
.
৯৯% মানুষের একটি ই কমেন্ট, ভাই লিংক হবে ? ভাই ইনবক্সে দেন !
.
দুই একজন কমেন্ট করলো, দেখতে দেখতে মুখস্ত কইরালাইছি ! ঐ কমেন্টে ডজন খানিক কমেন্ট রিপ্লাই ! ভাইরে লিংক দে ! লিংক দে ! দে...!
.
ঐ সব মানুষরা আবার পান্না মাষ্টার অথবা লিটনের প্লাটের বিরুদ্ধে চরমভাবে সোচ্চার !
.
কি এক যুগে আইসা পড়লাম ৷ ইউটিউবে একটু ওয়াজ শুনার জন্য সার্চ দিলাম ৷ কিন্তু দুইটা ওয়াজ আসলে বিশটা দেশী ভিডিও ! মানুষতো আর ফেরাশতা না ! একটু দেখি ৷ ভালো লাগছে ! আরেকটা দেখি ! এভাবে আসক্তিতে রূপান্তর হচ্ছে ক্রমান্বয়ে !
.
শুনেছি একদা ইংরেজরা ফ্রি ফ্রি সিগারেট খাওয়াইতো ৷ একটু খেয়ে দেখি ৷ আরেকটা খেয়ে দেখি ! এভাবে একটু আধটু করে নেশা হয়ে দাঁড়িয়েছে বেপারগুলো, এখন ব্রিটিশ ফিল্টার ছাড়া চলে না যতই লেখা থাক ধূমপান বিষপান
.
মুক্তি কোথায় ? কিভাবে মুক্তি লাভ হবে ? সমাধান বড়ই জটিল ৷ ইন্টারনেট ছাড়া চলাও সম্ভব না
.
মুক্তি দিতে পারে একমাত্র বিবেক ৷ কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি বিবেক ই বেশী টানে আমরাও তো মানুষ ৷
.
কি করা যায় তাহলে ? কি করা যায় ? এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে একমাত্র ধর্ম ৷ কঠোর ধর্মীয় অনুশাসন ৷ ধর্মে বলা আছে, 'সবচেয়ে বড় জিহাদ নফসের বিরুদ্ধে জিহাদ !'
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯
নতুন বলেছেন: ভন্ডামী আমাদের দেশের বড় সমস্যা।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫২
হানিফঢাকা বলেছেন: এই নফস জিনিসটা কি?