নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আগামীকাল হয়তো আমি মরে যাবো !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

একটু আগে বিমান দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলো সাকিব আল হাসান মূলতো বিমানটি বিজ্ঞাপনের শূট্যিংয়ের জন্য সাকিবকে ইনানীতে নামিয়ে দিয়ে অন্যদের নিয়ে ফিরে যাচ্ছিল !
.
যাক গে ! আল্লহ না করুক সাকিব যদি মারা যেতো এতক্ষণে বাঙ্গালী শোকে মূহ্যমান হয়ে যেতো কারণ তারা সাকিবকে চিনে একজন ক্রিকেট বীর হিসেবে
.
কিন্তু ঐ বিমানে থাকা একজনের মৃত্যু আমাদের তেমন ভাবে ভাবিয়ে তুলছে না ! আরো চার পাঁচ জন গুরুতর আহত তা ও শুনেও শুনছি না ! সাকিব যদি আহত হতেন এতক্ষণে শোকের মাতম বয়ে যেতো
.
জগতে অনেকে মারা যায় কিন্তু কারো কারো মৃত্যুতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর এক দুইজন হুজুর ছাড়া কাউকে খুঁজো পাওয়া যায় না !
.
আগামীকাল হয়তো আমি মরে যাবো ৷ বাবা মা দুই একজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া সে খবর কারো কান পর্যন্ত পৌঁছবে না ! এভাবে বিদায় নিচ্ছে হাজারো মানুষ !
.
মাত্র একুশ বছর বেঁচে থেকে সুকান্তকে আজো আমরা স্মরণ করি কারণ দেশের জন্য সে কিছু লিখে গিয়েছে, পৃথিবীর বুকে এসেছি যখন দাগ কেটে যাবো ! এই কনসেপ্টের জন্য হলেও সে বেঁচে থাকবে আজীবন !
.
আমি আগামীকাল মরতে চাই না ! সত্যি মরতে চাই না ! যেদিন দেশের জন্য কিছু করতে পারবো তার পরের দিন আমি মরতে চাই ৷ আমি চাই আমার মৃত্যুর পর শূন্যতা সৃষ্টি হোক ৷ হাহাকার সৃষ্টি হোক ! কেউ কেউ অন্তত ভাবুক এই ক্ষতি অপূরণীয় ! ইয়া আল্লাহ ! ততদিন আমাদের হায়াত দান করো ৷

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

পবন সরকার বলেছেন: যেদিন দেশের জন্য কিছু করতে পারবো তার পরের দিন আমি মরতে চাই ৷ আমি চাই আমার মৃত্যুর পর শূন্যতা সৃষ্টি হোক ৷ হাহাকার সৃষ্টি হোক ! কেউ কেউ অন্তত ভাবুক এই ক্ষতি অপূরণীয় ! ইয়া আল্লাহ ! ততদিন আমাদের হায়াত দান করো ৷

সুন্দর কথাই বলেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১

আবদুর রব শরীফ বলেছেন: কথাটি মনে ধরেছেন ভেবে আনন্দিত

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

নাসরীন খান বলেছেন: আল্লাহ কবুল করুন আপনার দোয়া।আমিন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

আবদুর রব শরীফ বলেছেন: আমিন

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

ঢাকাবাসী বলেছেন: চাইতে তো কুনু আপত্তি নেই!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

আবদুর রব শরীফ বলেছেন: চাইতে দোষ ও নেই

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


৩০১৬ সালে আপনি দেশের প্রাইম মিনিস্টার হবেন, দেশে প্লেইন থাকবে না, সবাই পায়ে হেঁটে লন্ডন যাবে; প্লেইন দুর্ঘটনায় কেহ মরবে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

আবদুর রব শরীফ বলেছেন: হাহা

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৮

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: অল্প হায়াত আছে ধরে নিয়েই কাজে নেমে পড়ুন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

আবদুর রব শরীফ বলেছেন: একদম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.