নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
একটু আগে বিমান দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলো সাকিব আল হাসান মূলতো বিমানটি বিজ্ঞাপনের শূট্যিংয়ের জন্য সাকিবকে ইনানীতে নামিয়ে দিয়ে অন্যদের নিয়ে ফিরে যাচ্ছিল !
.
যাক গে ! আল্লহ না করুক সাকিব যদি মারা যেতো এতক্ষণে বাঙ্গালী শোকে মূহ্যমান হয়ে যেতো কারণ তারা সাকিবকে চিনে একজন ক্রিকেট বীর হিসেবে
.
কিন্তু ঐ বিমানে থাকা একজনের মৃত্যু আমাদের তেমন ভাবে ভাবিয়ে তুলছে না ! আরো চার পাঁচ জন গুরুতর আহত তা ও শুনেও শুনছি না ! সাকিব যদি আহত হতেন এতক্ষণে শোকের মাতম বয়ে যেতো
.
জগতে অনেকে মারা যায় কিন্তু কারো কারো মৃত্যুতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর এক দুইজন হুজুর ছাড়া কাউকে খুঁজো পাওয়া যায় না !
.
আগামীকাল হয়তো আমি মরে যাবো ৷ বাবা মা দুই একজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া সে খবর কারো কান পর্যন্ত পৌঁছবে না ! এভাবে বিদায় নিচ্ছে হাজারো মানুষ !
.
মাত্র একুশ বছর বেঁচে থেকে সুকান্তকে আজো আমরা স্মরণ করি কারণ দেশের জন্য সে কিছু লিখে গিয়েছে, পৃথিবীর বুকে এসেছি যখন দাগ কেটে যাবো ! এই কনসেপ্টের জন্য হলেও সে বেঁচে থাকবে আজীবন !
.
আমি আগামীকাল মরতে চাই না ! সত্যি মরতে চাই না ! যেদিন দেশের জন্য কিছু করতে পারবো তার পরের দিন আমি মরতে চাই ৷ আমি চাই আমার মৃত্যুর পর শূন্যতা সৃষ্টি হোক ৷ হাহাকার সৃষ্টি হোক ! কেউ কেউ অন্তত ভাবুক এই ক্ষতি অপূরণীয় ! ইয়া আল্লাহ ! ততদিন আমাদের হায়াত দান করো ৷
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১
আবদুর রব শরীফ বলেছেন: কথাটি মনে ধরেছেন ভেবে আনন্দিত
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
নাসরীন খান বলেছেন: আল্লাহ কবুল করুন আপনার দোয়া।আমিন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২
আবদুর রব শরীফ বলেছেন: আমিন
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঢাকাবাসী বলেছেন: চাইতে তো কুনু আপত্তি নেই!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২
আবদুর রব শরীফ বলেছেন: চাইতে দোষ ও নেই
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
৩০১৬ সালে আপনি দেশের প্রাইম মিনিস্টার হবেন, দেশে প্লেইন থাকবে না, সবাই পায়ে হেঁটে লন্ডন যাবে; প্লেইন দুর্ঘটনায় কেহ মরবে না।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২
আবদুর রব শরীফ বলেছেন: হাহা
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৮
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: অল্প হায়াত আছে ধরে নিয়েই কাজে নেমে পড়ুন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৩
আবদুর রব শরীফ বলেছেন: একদম
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২
পবন সরকার বলেছেন: যেদিন দেশের জন্য কিছু করতে পারবো তার পরের দিন আমি মরতে চাই ৷ আমি চাই আমার মৃত্যুর পর শূন্যতা সৃষ্টি হোক ৷ হাহাকার সৃষ্টি হোক ! কেউ কেউ অন্তত ভাবুক এই ক্ষতি অপূরণীয় ! ইয়া আল্লাহ ! ততদিন আমাদের হায়াত দান করো ৷
সুন্দর কথাই বলেছেন।