নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সেই মেয়েরা বনাম এই আমরা !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

যে মেয়েটি তার পরিবার, স্বজন, নিজস্ব ভুবন ছেড়ে আজ আপনার জীবনে চলে এসেছে তার ও ইচ্ছে করে এই সন্ধ্যায় মা'য়ের হাতের চা'য়ের স্বাদ নিতে ! বাবার মামনি বলার কন্ঠ শুনে আহ্লাদিত হতে
.
যে মেয়েটি তার নামের পাশে মিসেস লাগিয়েছে তারও একটি সুন্দর নাম আছে সে ঐ পরিচয় ভালবেসে সেক্রিপাইস করেছে
.
যে মেয়েটি সিজারের মাধ্যমে একটি সন্তান জন্ম দিয়ে আপনাকে বাবা বানিয়েছে আপনি কি জানেন সে সারা জীবন এই ব্যথা বয়ে বেড়াবে
.
যে মেয়েটি সাত দিন অসুস্থ থেকেও সংসার আগলিয়ে রাখে তার শরীলও রক্ত মাংসে গড়া
.
যে মেয়েটি আপনার মত কালো স্বামীর সংসার করছে সে মেয়েটি আপনার মতো আট দশটা মেয়ে দেখে সুন্দরতমকে জীবনসঙ্গী করে নি
.
যে মেয়েটি আর সেই মেয়েটির এমন অনেক অনেক গল্প থাকে যে গল্প আপনি কখনো চিন্তা করে দেখেন নি
.
আসেন খাতা কলম নিয়ে বসি, কাগজের পৃষ্ঠার বুকে একটি রেখা টানি ! সেই মেয়ে vs এই আমি কে কার জন্য কি কি ত্যাগ করেছি তার একটি তালিকা প্রস্তুত করি ৷ কে জিতবে ?
.
দোষে গুণে মানুষ ৷ সামান্য একটু দোষ খুঁজে ফেলে যাকে বারবার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হুমকি দিয়ে বসেন তার আগে ভাবুন, আপনি নিজের বাপের বাড়ি বসে আছেন ৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

নাসরীন খান বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.