নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জীবন হলো একটি দৃষ্টভঙ্গি, যে যেমন দৃষ্টিকোণ থেকে দেখে জীবন তেমনি,
.
এমন দুই একজনকে জানি যারা কাজের চাপে সিঙ্গাপুর, আমেরিকায় আছে কিন্তু ঈদের দিন তাদের খুব মন খারাপ ! দেশে প্রিয়জনের সাথে ঈদ করতে পারছে না বলে
.
আবার এমন দুই একজনকেও জানি যারা প্রিয়জন ছেড়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় গিয়েছে ঈদ করতে
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকার সুবাদে প্রাণের শাটলে তেমন চড়ার সুযোগ হয়নি আমার ৷ যতবার ভ্রমণ করেছি ততবার মনে হয়েছে, শাটলে হাতল ধরে বজ্র কন্ঠে ছাত্রদের সুমধুর গান শুনার মুহূর্তটি নিঃসন্দেহে জীবনের সেরা মুহূর্তগুলোর একটি
.
আমার এমন দুই একজনের সাথে মিশার সুযোগ হয়েছে যাদের কাছে এই কোলাহল স্রেফ বিরক্তিকর !
.
শিব খেরার 'তুমিও জিতবে' বইয়ে একটি উদাহরণ আছে, অর্ধেক গ্লাস পানি দেখে কেই বলবে, গ্লাসের অর্ধেক খালি ৷ আবার কেউ বা বলবে, গ্লাসের অর্ধেক পরিপূর্ণ ৷
.
কেউ গ্রামের মাটির সোদা গন্ধে জীবন খুঁজে ফিরে আবার কেউ বা নাক সিঁটকে শহরের গুণ গায় ! দুইজনে শহুরে মানুষ
.
লিও তলস্তয় 'এনা ক্যারিনিনা' 'ওয়ার এন্ড পিস' লেখার পর এত এতো জনপ্রিয়তা পেয়েছিলো যে সে খ্যাতির বিড়ম্বনা থেকে লুকিয়ে ছোট ছোট ধর্মীয় পুস্তুক নিজে কাঁধে করে বিক্রী করে শেষ জীবন কাটিয়ে দিয়েছিলেন
.
প্রচেষ্টার পাভেলদের জীবনের দৃষ্টিভঙ্গি ও পাল্টে গেছে ! আমি যখন বসে বসে স্ট্যাটাস লিখি তখন তারা কোন অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাদ্য কাঁধে করে বস্তিতে পৌঁছে দিচ্ছে !
©somewhere in net ltd.