নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যে অভিমানের কোন কারণ নেই !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

বছর ছয়েক আগের কথা ! তখন ফাস্ট ইয়ার, মেয়েটি ছেলেটির জ্বালায় অতিষ্ঠ থাকতো কিন্তু ছেলেটি বখাটে ছিলো না !
.
মেয়েটি ট্রেন থেকে নেমে বিশ্ববিদ্যালয়ে আসতো, আসার পর লক্ষ্য করতো একটি গাছে হেলান দিয়ে ছেলেটি রোজ দাঁড়িয়ে থাকে !
.
মেয়েটি ক্লাশ থেকে বের হয়ে কিছুদূর গেলে সেখানে রাস্তার মোড়ে ছেলেটিকে দেখতো মোবাইলে কথা বলছে !
.
মেয়েটি দুপুর দুই টার ট্রেনে উঠলে ছেলেটিকে দেখতো সিটের আশে পাশে ট্রেনের হাতল ধরে দাঁড়িয়ে আছে !
.
এভাবে চলছিলো....
.
হঠাৎ একদিন সবকিছু পাল্টে যেতে থাকে, ছেলেটিকে আর তার আশে পাশে খুঁজে পাইনা মেয়েটি !
.
মেয়েটি স্বস্তি খুঁজে পাই ৷ দিন যায় মাস যায় বছর ফেরিয়ে গেলেও ছেলেটির ছায়াও দেখেনি আর মেয়েটি কিন্তু মেয়েটির হঠাৎ করে ছেলেটিকে দেখতে ইচ্ছে করে খুব !
.
কৌতূহলবশত ট্রেন থেকে নামার সময় ঠিক ঐ জায়গায় তাকিয়ে থাকে মেয়েটি ! কোথাও যেন কেউ নেই !
.
ক্লাশ শেষ করে ফিরে যাওয়ার সময় সেই রাস্তার মোড়ে কেন এত শূন্যতা মেয়েটিকে আনমনা করে দেয় !
.
চঃবিঃ শাটলের সেই লোকারণ্যে সে আর নেই ! অভিমান হয় মেয়েটির !
.
বছর ছয়েক পরের কথা,
বিশ্ববিদ্যালয় অর্থনীতি সাত-আট বিভাগের আজ বিদায় ! রেগ ডে ! লাল নীল রংয়ে ভূত হয়ে আছে মেয়েটি ! হঠাৎ গোল পাহাড়ের মোড় পেরুতে দেখলো একটি ছেলে এগিয়ে আসছে ! সেই ছেলেটি !
.
মেয়েটি এগিয়ে গেলো ! ভাইয়া কেমন আছেন ? আমাকে চিনছেন ? 'জ্বি চিনেছি !' কিভাবে ? 'রং মাখলে কি ভেবেছো চিনবো না !'
.
একটা কথা বলবো ভাইয়া ?
.
'কোন কথা বলতে হবে না ৷ সেদিন যে ছেলেটির হাত ধরেছিলে সেই ছেলেটি কে ছিলো ?'
.
কোন দিন ?
'ছয় বছর আগে.....!'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



পড়লাম, ছেলেটি ও মেয়েটির কথা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.