নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সফল ব্যক্তিদের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেওয়ার মধ্যে আমি কোন স্বার্থকতা দেখি না ৷ কারণ সে যদি চাঁদ হয় আমি অন্ধকার !
.
সফল ব্যক্তিদের পিছনে বসে পার্ট দেখানো চামচাগুলোকে আমি ঘৃণা করি কারণ সব সময় সফল ব্যক্তিদের প্রতিযোগী হতে হয় ৷ তাদের অনুসরণ করলেও তাদের থেকে বেশী লড়াই করে তাদের সমকক্ষ হতে হয় !
.
যে সফল সে ঘুমাতে পারে, ঘুমানোর অধিকার তার আছে ! বরং তাকে ঘুমোতে দিন ৷ কারণ সে একটু ঘুমায়/আলসেমি করে বলেই আপনি তার সমকক্ষ হওয়ার সুযোগ পাবেন, মনে রাখতে হবে, আমি পিছিয়ে আছে আর সে এগিয়ে আছে ৷
.
সফলতার দৌড়ের যে লালফিতা তা ছুঁয়ার সুযোগ মৃত্যু পর্যন্ত ! আজকের সফলতা কাল মলিনও হয়ে যেতে পারে ! জীবন ম্যারাথন দৌড়ের মতো ! পিছিয়ে থাকা মানে হেরে যাওয়া নয় ! এগিয়ে থাকা মানে জিতে যাওয়া নয় !
.
জয় পরাজয় সময়ের হাতে বন্দী ! সময় ই বলে দেয় কে বিজয়ী কে বিজেতা ?
.
১৯২০ সালে জন্মগ্রহণ করে ১৯৪২ সালে এন্ট্রান্স (এসএসসি) পাশ করা ছেলেটি একদিন শতাব্দির সেরা বাঙ্গালী বঙ্গবন্ধু হয়ে উঠে ৷
.
স্কুল জীবনে কম্পিউটারের বিরুদ্ধে গেম খেলার জন্য 'টিক ট্যাক টো' পোগ্রাম আবিষ্কার করা ছেলেটি একদিন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস হয়ে উঠে !
.
স্যাট পরীক্ষায় ১৬০০ নম্বরের মধ্যে ১৫৯০ মার্কস পেয়েছিলেন বলেই ১৯৭৩ তিনি হার্ভার্ডে পড়ার সুযোগ পান ৷ সেই বিল গেটস বলেছিলেন, " “ একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা !"
.
জীবন হলো সফলতা আর বিফলতার খেলা ! ১৯৬২ থেকে ১৯৯০ সাল, ২৭ বছর পর্যন্ত কারাগারের অন্ধপ্রকোষ্ঠে থেকে কে জানতো যে ন্যালসন ম্যান্ডেলা সফল হবেন ?
.
যেই 'জ্যাক মা' চাকরির জন্য ৩০ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবা ডটকম চীনে নতুন করে ১৪ মিলিয়ন চাকরি তৈরি করেছে !
.
একজন কাঠুরিয়া থেকে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া আব্রাহাম লিংকনের ব্যর্থতার গল্প প্রায় সবারি জানা ৷
.
একজন পঙ্গু মানুষ হয়েও ইচ্ছা শক্তির জোরে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া রুজবেল্টের গল্প সকল ব্যর্থতাকেও হার মানিয়ে দেয় !
.
স্কুলের গন্ডি না পেরিয়েও একজন মুদি দোকানদার তার বিপ্লবী শক্তি কাজে লাগিয়ে চীনের প্রেসিডেন্ট হয়েছিলেন ! তিনি সবার পরিচিত মাও সে তুং ৷
.
পেলে, ম্যারাডোনা, রোনাল্ডো ফুটবলের এই তিন কিংবদন্তি বস্তির ছেলে ছিলেন !
.
বিশ্বের শ্রেষ্ট মনীষী হিসেবে সর্বজনস্বীকৃত মহানবী (সঃ) একজন এতিম রাখাল ছিলেন !
.
চা-রুটির দোকানে কাজ করা ছেলেটি একদিন দুখু মিয়া নজরুল হয়ে উঠবে কে জানতো ?
.
তুমি হাল ছেড়ো না বন্ধু ! বিফলতার সূত্রগুলো একদিন তোমাকে সফল করে তুলবে ৷ তুমি সাধনা ছেড়ো না !
.
জ্ঞানী গুণী ব্যাংকারদের কাছে স্টুপিড ব্যাংকার হিসেবে পরিচিত ডঃ ইউনুসের স্টুপিড থিওরিগুলো একদিন পৃথিবী পাল্টে দেয় ৷
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৪
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা
২| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৯
ফেরদৌসা রুহী বলেছেন: কথা সত্য। অন্যের সফলতার গল্প পড়ার সাথে সাথে নিজেকেও চেষ্টা করতে হবে জীবনে ভালো কিছু করার।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সত্যি কথা। ভালো লাগলো পোষ্টটা। ধন্যবাদ