নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রথম অনুভূতি ! হয় না কবু ভুলা তাদের !

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৯

কি যেন এক কারণে জীবনের প্রথম গোলাপ উপহার দেওয়া মেয়েটির চেহারা ও ঝাপসা হয়ে গেছে স্মৃতির পাতা থেকে কিন্তু অনুভূতি রয়ে গেছে,
.
প্রথম বোর্ড পরীক্ষার রেজাল্টের অনুভূতি কি যে টান টান উত্তেজনা মনে পরলে এখনো গা'য়ের লোম শিহরিত হয়ে উঠে !
.
জীবনের প্রথম মারপিটের অভিজ্ঞতা কতবার যে শার্টের হাতা ভাঁজ করে কুনই পর্যন্ত নিয়ে এসেছিলাম তার একশ ভাগের এক ভাগ ঘুষি মারতে পারলে এভাবে মার খেয়ে ভূত হয়ে আসতে হতো না !
.
প্রথম ক্রাশের কথা কি আর বলবো, সকালে ক্রাশ খেয়ে দুপুরে পানির গ্লাসে দেখি ক্রাশাতঙ্ক হয়ে মেয়ে ভাসতে ভাসতে মিলিয়ে গেল !
.
প্রথম প্রেমের অনুভূতি যেদিন প্রথম দেখা হয়েছিল মেয়েটির সাথে হাঁটার কদম মিলছিল না এই বুজি পা অবশ হয়ে আসছে ! মনে হয় তার থেকে উৎপত্তি বিখ্যাত হিন্দী গানটি 'তেরা বিনা মুশকিল হে, এক বি কদম চালনা !'
.
ফুটবল খেলায় প্রথম গোল খাওয়ার অনুভূতির কথা না বললে নয় ! কোন কিছু দেখার আর ভাবার আগেই বল কিভাবে গোল পোস্টে ঢুকল সেই হিসেব আমার এখনো মিলে না সত্যি জীবনের হিসেব ও এখনো মিলে না !
.
এতো এতো এতো অনুভূতির ভীড়ে একদিন প্রথমগুলো ও হারিয়ে যায় ! ভাল থাকুক প্রথম অনুভূতিগুলো !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রথম গুলো হারিয়ে যায়- মানতে পারলাম না ঠিক। বরং প্রথম গুলোই সারাজীবন দাগ কেটে রাখে মনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.