নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পর পর একযুগ পুরো বিশ্বের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এমনকি প্রতি বছর সেরা বিশটি বিশ্ববিদ্যালয়ের তিন ভাগের দুই ভাগ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো হয়ে থাকে
.
আজকের পৃথিবী অনেকটা হর্তাকর্তা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র, পন্ডিত নেহেরু বলেছিলেন,'একটি দেশ ভাল হয়, যদি তার বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় ৷'
.
২০০৩ সাল থেকে সেন্টার ফর ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিস নামে এ কেন্দ্রটি প্রতিবছর শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে আসছে, সেরা ২০০ তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে এমন কি সেরা ১০০ হিসেব করলে অর্ধেক যুক্তরাষ্ট্রের,
.
৮টি মাপকাটির মাধ্যমে শীর্ষস্থান হিসেব করা হয়, তার মধ্যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, আমাদের দেশের আলোকে বিবেচনা করলে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে বলতে পারি, একজন নোট করবে সবাই মিলে ফটোকপি করতাম তারপর মুখস্ত করে পরীক্ষার হলে ঊনিশ বিশ করে বমি করে দিয়ে আসতাম,
.
দ্বিতীয়টি শিক্ষা জীবন শেষে শিক্ষার্থীদের চাকরির গুণগত অবস্থা, মাশাল্লাহ ঢাকা টু ৬৪ জেলা ছুটাছুটি করছে লাখ লাখ গ্রেজুয়েট প্রতিনিয়ত, চাকরি সে তো সোনার হরিণ, গুণগত অবস্থা আবার কি!!?
.
তৃতীয়টি, প্রকাশনার সংখ্যা গবেষণার মান, ইয়েসে থাকাকালীন মনে হয় একবার কিছু একটা প্রকাশনার স্বাদ পেয়েছিলান, গবেষণাতো যাদুঘরে, শুনেছি আপ্যায়ন থেকে গবেষণার বাজেট কম,
.
চতুর্থটি,জাতি গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, চমৎকার চমৎকার, নো কমেন্ট,
.
বাকীগুলো নাইবা বললাম, এরপরও আমরা সেরা হবার স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা ভালো তবে তা যেন ঘুমের ঘোরে না হয় সেটাই ভালো,
.
"সেরা বিশ্ববিদ্যালয় নির্বাচনের মাপকাটিতে অনেকগুলো বৈশিষ্ট্য নেই কেন সেটাই ভাবতেছি! যদি থাকতো তবে আমরাই সেরা! "
২| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১১
ঢাকাবাসী বলেছেন: ঢাকা বিশা্ববিদ্যালয়ের গবেষনার জন্য বরাদ্দ টাকা দিয়ে মন খানেক গাঁজা কেনা যাবেনা। পৃথিবীতে দুরে থাক এশিয়ার প্রথম ৩০০ বিশ্বিদ্যালয়ের মধ্যে বুয়েট ঢাবির নাম নেই! এখানকার ঘাসও কেউ কিনেনা!
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৭
কলাবাগান১ বলেছেন: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির পাজেরো গাড়ীর দাম সমগ্র বিশ্ববিদ্যালয়ের গবেষনার জন্য বরাদ্দকৃত ফান্ডের চেয়ে ২-৩ গুন বেশী...এখানে ঘাস চাষ করা ছাড়া আর কোন উপায় নাই