নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মডেল হওয়ার পরীক্ষিত টিপস !

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮

চুল রং করে কালো থেকে লীল/নীল/বাদামী করবে,
.
চোখে লেন্স লাগিয়ে বিড়াল/ভাল্লুক/কুকুরের মত করবে,
.
ব্রু প্লাক করে কৃত্রিম ভাবে আইব্রু দিয়ে অংকন করবে,
.
যার যা রং আছে তার সবটুকু নিঃশেষ করে ঠোঁটে আল্পনা করবে,
.
যত ধরণের আলতা স্নু আছে মুখে মেখে তারপর ফেস পাউডার দিয়ে নিজেকে অচেনা মনে হলে তার উপর মেকাপ দিয়ে ঢেকে দিবে,
.
চোখের পাতায় রং করে ময়ূরের মতো করে দিবে তার নিচে চকচক করে এমন কোন ফ্লেভার
.
এরপর আয়নার সামনে দাঁড়িয়ে ভাববে কোন পশু/পাখি অথবা বানর সদৃশ লাগছে কি না !
.
যদি না লেগে থাকে আরেকবার উপরুক্ত টিপসগুলো কাজে লাগিয়ে এডিট করে নিবে !
.
যতক্ষণ পর্যন্ত কনফিডেন্স গ্রো না হয় ততক্ষণ উপরের চলমান পক্রিয়া প্রয়োগ করিতে থাকবে,
.
মনে রেখো, একবার শুধু একবার যদি কোন পশু পাখির সাথে তোমার চেহারা মিলে যায় তাহলে তুমি মডেল ! মডেল কন্যা ! সো লেটস ট্রায় এন্ড ইনজয় !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.