নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কেন তাকে নিয়ে আজ লিখতে বসলাম! কারণ তার কিছু কথা উক্তি হৃদয়ে আন্দোলন তুলেছে,স্বপ্ন দেখতে শিখিয়েছে,
.
কিছুদিন আগে তিনি বলেছিলেন, "(বাংলাদেশ) মানুষ সম্পর্কে আমি বহু বছর আগে থেকেই জানি। এ মাটি ও সংস্কৃতি অনেক নেতা তৈরি করেছে। জগদীশ চন্দ্র বসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের শিকড়ও এ মাটিতে।”
.
তার কথায় খুজে পেয়েছি নিজের মত এবং পথকে আকড়ে ধরে পথ চলতে, তিনি বলেছিলেন, “একজন মানুষের মনের মধ্যে একটি পছন্দ রয়েছে আর সে পছন্দের প্রকাশ করাই তার চরিত্রের ভালো লক্ষণ।”
.
মানুষটাকে সাংবাদিকরা প্রশ্ন করলে যে কথাটি তার মুখ দিয়ে অকপটে বেরিয়ে আসত, তা হলো স্বপ্ন, এই স্বপ্নের বীজটাকে তিনি পুরো এশিয়াতে ছড়িয়ে দিয়েছেন, এমন স্বপ্নের কথা বলতেন যে স্বপ্ন আমাদের ঘুমাতে দিবে না,
.
আমি পারি, আমরা পারি, আমাদের পারতে হবে, এই দেশ পারে এমন ভাবে এত কনফিডেন্স নিয়ে হয়ত আর কেউ মোটিভেশন দিতে আসবে না,
.
তার মত করে আর কেউ বলবে না, “প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ।
.
৮৩ বছর বয়সে ও তিনি নিজেকে আমাদের মত তরুণ ভেবে স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখতেন নতুন এক পৃথিবীর,
.
চাকুরিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন,
" Love your job but don't love your company, because you may not know when your company stops loving you."
"If you salute your duty, you no need to salute anybody, but if you pollute your duty, you have to salute everybody."
.
শেষ জীবনটা তিনি এভাবে দেশে বিদেশে রাস্তায় রেস্তোরায় কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন দেখিয়ে অনুপ্রেরণা দিয়ে দিয়ে ঘুমন্ত মানুষদের জাগ্রত করার কাজে লাগিয়ে আজ বিদায় নিয়েছেন! বিশ্ব একজন চলন্ত জলন্ত ডেল কার্নেগী/শিব খেরা হারালো!
.
এসব মানুষগুলো দেশলাইয়ের কাঠির মত, পার্থক্য শুধু একটাই, নিজে জ্বলে এবং সাথে পুরো প্যাকেটকে জ্বালিয়ে সেই আলোক শিখা ছড়িয়ে দেয় দেশ থেকে দেশান্তরে....! হয়ে উঠে পুরো বিশ্বের সম্পদ! মহামানব!
২৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৫
আবদুর রব শরীফ বলেছেন: হাহাহা
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
উনি আমাদের নেতা তারেক, কোকো ও ইনুর নাম নেননি?