নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মধ্যরাত একটা রহস্য ৷ সৃষ্টির অর্ধেক রহস্য মধ্যরাতে ঘটে ৷ রহস্য যদি লোক চক্ষুর আড়ালে না থাকতো তাহলে সে আর রহস্য থাকতো না ৷
.
মধ্যরাতে কক্সবাজারে কিছু ছেলে মেয়ে এত সুন্দর গান গায় তা শুনে কেউ অবাক না হলে আমি বলবো তার আবেগ নাই ৷
.
মধ্যরাতে মেয়েরা নাকি রহস্যময়ী হয়ে উঠে বেপারটা আমার কাছে রহস্যময় ৷
.
মধ্যরাতে সুখী মানুষগুলো কবি হয়,আর অনেকে বিবেকের দংশনে যন্ত্রণায় ছটপট করে ৷
.
মধ্যরাতে গ্রামের রমনীরা আজানা বাঁশির সুরে মন দিয়ে নিঃস্ব হয়, জানে না কে সে মনঃপুরুষ ৷
.
আমি মধ্যরাতে ঘুম ভেঙ্গে গেলে ভাবি কেন মানুষ এত নিষ্ঠুর হয়,সে কি জানে না একদিন মরে যাবে??
.
আমার এক বন্ধু মধ্যরাতে সিগারেট না খেলে পাগল টাইপের হয়ে যায় ৷
.
মধ্যরাতে বউ না মারলে আমার পরিচিত এক মানুষের ঘুম আসে না ৷
.
মধ্যরাতে অনেক ভদ্র মানুষকে মাতলামি করতে দেখেছি ৷
.
মধ্যরাতে অনেকে শিশুর মত আচরণ করে ৷ সারাদিনের ব্যস্ততা শেষে মধ্যরাতের সুখই প্রকৃত সুখ ৷
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১:২৭
অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। মধ্যরাত আসলেই অনেক রহস্যের জন্ম দেয়।
কক্সবাজারের ঐ গান গাওয়ার ঘটনাটা জানতাম না। এখন তো আমারি শুনতে ইচ্ছে করছে।