নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
যে শার্ট পড়ে আছি সেটা 'মেইড ইন ভারত !'
.
যে প্যান্ট'টা পড়ে আছি সেটা 'মেইড ইন থাইল্যান্ড !'
.
যে বেল্ট পড়লাম ওটা 'মেইড ইন জাপানী !'
.
যে ঘড়ি পড়ে আছি এখন খুলে দেখলাম তার পিছনে 'মেইড ইন চায়না' লেখা !
.
মোবাইল দুইটার একটা ফিনল্যান্ড আর একটা 'মেইড ইন কোরিয়া !'
.
জাইঙ্গাটা মে বি 'মেইড ইন ঘানা !'
.
সেন্টু গেঞ্জি মে বি 'মেইড ইন নেপালী' টাইপের কিছু হবে !
.
মানিব্যাগটা 'মেইড ইন ফিনল্যান্ড !'
.
আমি শুধু 'মেইড ইন বাংলাদেশ !'
আবারো বলছি, 'আমি শুধু মেইড ইন বাংলাদেশ !'
.
এই মাত্র যে পানীয় খেলাম তার নাম কোকোকোলা ! বসে আছি একটি চাইনিজ রেস্টুরেন্টে !
.
মাথার চিরুনি থেকে শুরু করে পা'য়ের জুতো পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশের কোন অস্তিত্ব আমি নিজের মধ্যে খুঁজে পাচ্ছি না ! হিন্দী ইংলিশ গানে মশগুল প্রজন্মের আমি ও একজন !
.
নিজেকে স্টান্ডার্ড প্রমাণ করতে আমি ব্রিটিশ ইংলিশ ছুঁড়ে কলার টেনে বলতে ইচ্ছে করে, 'আই এম এজ লাইক এজ ইংলিশ ম্যান !'
.
কাঁটা চামচ এখন আমার কাছে ক্ষেত মনে হয় কারণ লাঠি দিয়ে খাওয়ার অভ্যেস করছি !
.
তবুও বুক ফুলিয়ে বলতে ইচ্ছে করে আমি বাংলাদেশী ! কেউ যদি বলে প্রমাণ দেন ? আমি চুপ থাকব ! আমার অধিকার নেই জোর গলায় 'বাংলাদেশী' বলার ! প্রিয় বাংলাদেশ তোমাকে বুকে ধরে রাখতে পাড়লাম বলে দুঃখিত ! তবে তুমি শুধু আমার মুখে আছ ! বক্তব্যের মঞ্চে আছো ! টক শো তে আছো ! ফেবুতে আছো ! ওখানেই ভালো থেকো !
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩০
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা
২| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১০
সাহরাব বলেছেন: আমাদের মাঝে বাংলাদেশিত্ব বলতে কিছুই নাই ..... তবুও আমরা বাংলাদেশী !! আফসোস !!
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩০
আবদুর রব শরীফ বলেছেন: বসে বসে তা ই ভাবছি !
৩| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৫
ব্লগ সার্চম্যান বলেছেন: সাহরাব বলেছেন: আমাদের মাঝে বাংলাদেশিত্ব বলতে কিছুই নাই ..... তবুও আমরা বাংলাদেশী !! আফসোস !!
কথা সত্য ।
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩০
আবদুর রব শরীফ বলেছেন: সহমত
৪| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪
প্রামানিক বলেছেন: এবার ঈদ মার্কেটে বাংলাদেশের পণ্য খুঁজেই পেলাম না।
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩১
আবদুর রব শরীফ বলেছেন: পেলেও দুই নম্বর
৫| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৫
অরন্যে রোদন - ২ বলেছেন: এক এক করে সিরিয়ালি আপনার উত্তর দিচ্ছি
* বাংলাদেশের আবহাওয়া উপযোগী ভাল মানের শার্ট ভারত - বাংলাদেশ উভয় দেশেই তৈরী হয়। আপনি কেন দেশীটা রেখে ভারতীয়টা পড়লেন সেটা আপনিই জানেন
* জিন্স কিংবা কটন দুই ধরনের প্যান্টই বাংলাদেশ উৎপাদন ও পশ্চিমা বিশ্বে রপ্তানি করে থাকে। তারপরও কেন আপনি দেশীটা রেখে থাই টা পড়লেন সেটা আপনিই জানেন
* জাপানি ইলেক্ট্রনিক্স ভালো হয় জানি, কিন্তু চামড়াজাত পন্য জুতা বেল্ট মানিব্যাগ এগুলো ইতালির টা ভালো। বাংলাদেশে এপেক্স ও বাটাতেও ভাল বেল্ট - মানিব্যাগ পাওয়া যায়। আপনি কেন তবে জাপানীতে মজলেন?
* ঘড়ি মোবাইল প্রভৃতি পন্য সারাবিশ্বের মানুষই জাপান - চিন - কোরিয়ার টা ব্যবহার করে থাকে। তাই বাংলাদেশী হিসেবে আপনার নিজেকে ছোট মনে হবার কোন কারন নেই।
* জাঙ্গিয়া - সেন্ডু গেন্জি কোনভাবেই ঘানা ও নেপাল থেকে আসার কথা না যদিনা কেউ শখ করে সেসব দেশ থেকে কিনে না আনে, এসব বাংলাদেশের নারায়নগঞ্জে অতি উন্নত মানের টা তৈরী হয়। তাহলে আপনি কোন দুঃখে ঘানা - নেপাল গেলেন!!
সবশেষে বলছি নিজেদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টান, দেখবেন আমাদের মধ্যেই সবচে ভালোটা আছে। "আমার দেশ অন্যে দখল করে নিয়ে গেল বলে" চিৎকার করলে কোন লাভ হবে না। যা করার নিজেদেরই করতে হবে। ধন্যবাদ।
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৩
আবদুর রব শরীফ বলেছেন: লেখাটির উপর একরাশ মুগ্ধতা রেখে নত মস্তিষ্কে মেনে নিলুম !
৬| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৯
এ.আর.বাহাদুর (বাহার) বলেছেন: তবুও হৃদয়ে বাংলাদেশ.....
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৫
আবদুর রব শরীফ বলেছেন: হৃদয়ে বাংলাদেশ
৭| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৭
ইকরাম উল হক বলেছেন: তবে আমি আশার আলো দেখছি। খুব তাড়াতাড়ি আমরা এগুলো নিয়ে ভাবতে শুরু করবো। কারন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর কত ? বিম্পি অম্বলিক, ব্রাজিল আর্জেন্টিনা , বার্সেলোনা রিয়েল মাদ্রিদ , বাংলা সিনেমা ভালোনা হিন্দি সিরিয়াল ভালো। বিরাত কোহলি আমার জান। তার পর ধরেন আস্তিক নাস্তিক কেচাল টাইপের টপিক। এগুলা নিয়ে তো অনেক হইসে। আলোচনার টেবিলে, টঙের চায়ের দোকানে , ক্যাম্পাসে , লঞ্চ স্টিমার বাসে এখন থেকে শুধু আলোচনা হবে আমাদের পণ্য নিয়ে। আমাদের সমস্যা গুলো নিয়ে। সমাধানের পথ খোঁজা নিয়ে।
ঠকার দিন শেষ
বোকা নয় বাংলাদেশ
নাটকের দিন শেষ
গর্জে উঠ বাংলাদেশ
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৫
আবদুর রব শরীফ বলেছেন: ঠকার দিন শেষ
বোকা নয় বাংলাদেশ
নাটকের দিন শেষ
গর্জে উঠ বাংলাদেশ
৮| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অরন্যে রোদনের সাথে একমত। চাইলেই স্বদেশী পণ্য কিনে ধন্য হওয়া যায়...
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩০
আবদুর রব শরীফ বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫২
সালমা শারমিন বলেছেন: ভাল লিখেছেন।