নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ মেকাপ !

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৩

ওগো শুনছো অফিস থেকে সোজা মেহেদী অনুষ্ঠানে চলে আসবে কিন্তু,
-আচ্ছা
.
বেচারা স্বামী মেহেদী অনুষ্ঠানে গিয়ে এক রমণীকে বলছে, আচ্ছা এখানে মিসেস চান্দুবতী নামের কোন ভদ্রমহিলাকে দেখছেন ?
-না তো
.
সমস্যা নেই ! আপনাকে খুব সুন্দর লাগছে ! একটু পরিচিত হতে পারি ?
-ও শিওর ! একটু অপেক্ষা করুন আমি একটু মুখটা ওয়াশ করে আসছি ! যা গরম পড়ছে !
.
আপনি কি বিবাহিত না অবিবাহিত ! মিস্টারকে দেখছি না যে ?
-মিস্টার তো সামনে দাঁড়িয়ে আছে ৷
.
ও আচ্ছা কোন দিকে?
-সামনেই আছে ! ওয়াশ রুম থেকে এসেই পরিচয় করিয়ে দিচ্ছি ৷
.
না থাক কি দরকার ?
-পবলেম নেই ! ও খুব ফ্রি মাইন্ডের !
.
পাঁচ মিনিট পর ওয়াশ রুম থেকে বেচারার বউ বের হলো !
.
তুমি ওয়াশ রুমে কি করছো ? আমি তোমাকেই খুঁজছি ! তুমি একটু ওদিক গিয়ে আড্ডা দাও আমি একটু পর আসছি
.
বউ ওদিক গিয়ে আড্ডা দিতে থাকলো আর বেচারা স্বামী কারো জন্য অপেক্ষা করছিলো ! কেউ ওয়াশ রুমের ওদিক থেকে বের হচ্ছে না !
.
কিছুক্ষণ পর বউ এসে বললো, কিছু খেয়েছো ?
-না খায়নি
.
না খেয়ে এতিমের মতো এদিকে দাঁড়িয়ে আছে কেনো ?
-এমনি
.
হয়ছে ! আর দাঁড়াতে হবে না ! বাসায় গিয়ে মেকাপটা আবার করে নিবো ৷ সারা রাত প্রাণ ভরে দেখিও ! আসো খেয়ে নাও ৷

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৯

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: প্রাণবন্ত হাসির খোরাক! ধন্যবাদ আনন্দ দেয়ার জন্য।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: অনুপ্রাণিত করার জন্য ধন্যযোগ !

২| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন: খুব ভালো বউ ভদ্রলোকের।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: ভদ্রতা অনেক সমস্যার সমাধানও বটে !

৩| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৩

শায়মা বলেছেন: হা হা হা হা :P

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: ধন্য হলুম

৪| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৪

সুমন কর বলেছেন: তেমন লাগেনি !

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০

আবদুর রব শরীফ বলেছেন: চেষ্টার ত্রুটি নেই ভালো করার তেষ্টায় আছি ৷

৫| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৪

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: ভাগ্য ভাল মেহেদী অনুষ্ঠানে আক্রান্ত হয়নি।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫১

আবদুর রব শরীফ বলেছেন: যথার্তই বলেছেন ৷

৬| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৫

শায়মা বলেছেন: তাই বলে বউটার মত আমি হলে মরে গেলেও বাসায় না এসে ঐ অনুষ্ঠানেই মেক আপ ওয়াশ করে ফেলতাম না। মরে গেলেও না!!!!!!

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫২

আবদুর রব শরীফ বলেছেন: কারণটা জানতে পারি ?

৭| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৯

অশ্রুকারিগর বলেছেন: হাহাহাহাহাহা। আমি এখন কোন বিয়ের দাওয়াতে গেলে বউ দেখিনা। কারণ আসল বউ আর পার্টি সেন্টারে সাজুগুজু করে থাকা বউকে আমি মিলাতে পারিনা। আমার কাছে দুইজন ভিন্ন মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.