নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
তখন বছরে এক বার শার্ট প্যান্ট জুতো কিনতাম আর তা দিয়ে পুরো বছর কাটাতাম মাঝে মাঝে দুই একটা বোনাসও পেতুম কদাচিৎ ! যে কথা গুলো বলছি এগুলো শুধু আমার কথা না সকল নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প ! কারণ গল্পগুলো আমি খুব কাছ থেকে দেখেছি বুজেছি শুনেছি উপলব্ধি করেছি !
.
ঈদের শার্ট দেখে দেখে কখন যে আরেকটি ঈদ চলে আসতো তার খবর কে রাখে ? বালিশের পাশে নতুন জুতো রেখে ঘুমানোর ইতিহাসও আমি ভুলি নি ভুলবো না ! এক সময় আমাদের দৌরাত্ব ছিলো হকার মার্কেটের সামনে দোকানগুলো তারপর বড়জোড় ভিতরের দোকানগুলো ! ভাই আসেন ! কি নিবেন ! এমন ও হতো আড়কোলা করে দোকানে ডুকিয়ে দোকানদার বাড়ি জিঙ্গেস করায় সন্দ্বীপ বলাতে সে হো হো করে হেসে বলে ওটা তার শ্বশুরবাড়ি !
.
কোন মতেই সে শ্বশুরবাড়ির লোক থেকে বেশী দাম নিবে না ! আশ্বস্ত বিশ্বস্ত হলাম যদিও পরে ঈদের পরের দিন শার্টের বোগল তল ছিঁড়ে যাওয়ায় আজব তাজ্জ্ববভাবে তটস্ত ও হয়েছিলাম !
.
ব্রান্ড বলতে তখন আমার শুধু menz এর সাথে পরিচয় ! বড় হচ্ছি বলে চাচা আমাকে ব্রান্ডের শার্ট গিফট করেছিল ! সেদিন বুজেছিলাম বক্স শার্টের উপরও শার্ট আছে যেমনি বাঘের উপর টাক থাকে !
.
আস্তে আস্তে কত কিছু পাল্টে গেছে ! ব্রান্ডের শার্ট পরে এলাকায় হাঁটা তারপর ওগুলো পরে ঘুমাতে যাওয়া ! জীবন কত পাল্টাই ! এখন হকার মার্কেট দেখলে থমকে দাঁড়ায় ! সেই শার্ট যেগুলো দশ বছর আগে আশি টাকা ছিলো সেগুলো এখনো মাত্র দেড়শ টাকা ! আসলে গরীবের তেমন দাম বাড়ে না ! ওদের খুব আপন মনে হয় ! একদিন বাবার সাথে আমি ও বেছে বেছে কিনতাম !
.
বাবা বলতো,
এটা নিবি ?
-'ওটা করিম পড়ে !'
ঐ টা নিবি?
-'ওটা সেলিম পড়ে !'
আগে যেটা দেখছস সেটা নিবি ?
-'ওটা রহিম্মা পড়ে !'
হাজার হলেও আমরা আমরাই তো ! মিলে যাওয়ার ভয়ে আতংকে থাকতাম ! কারণ ঈদের দিন কেউ একজন হয়তো বলে বসবে , "তুই করিম্মার শার্ট পড়ছস ! তোর ঈদ হয়বো না !' খাইছেরে !
২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৬
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম এতো সুন্দর কমেন্টটির জন্য!
২| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৪
ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেছেন: ভাল লাগলো
২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: অসংখ্য ধন্যবাদ !
৩| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:১০
সমুদ্রচারী বলেছেন: আমরা শৈশবে যে অসাধারন ঈদ কাটিয়েছি , এখনকার ডিজুস প্রজন্ম তার আবেদন বুঝবে না
২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৯
আবদুর রব শরীফ বলেছেন: আমাদের স্মরণ আর তাদের ধরণ দুটোই আলাদা !
৪| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা,, সত্যি অসাধারণ ছিল। তখনকার ফিলিংস গুলা।
ভালো লাগল পোস্টটা...
২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৫০
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা অনুপ্রাণিত করার জন্য !
৫| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:১০
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৫২
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান !
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: ঈদের গল্প হারিয়ে গেল কই?
এই তো সেই গল্প গুলো আপনিই আমাদের উপহার দিলেন। অনেক ভাল লাগল।