নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমার মতো মধ্যবিত্তের চাইলেই সৃষ্টিশীল তেমন কিছু করার সুযোগ হয় না ৷ আমরা আসলাম দেখলাম আর দুই বেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম করলাম ! এইতো জীবন ! এইতো পিছুটান !
.
আমাদের মাথা এতো সস্তা যে যে কেউ পনের বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে সারা মাসের জন্য কিনে নিতে পারে ! এটাই আমাদের জীবনের স্বপ্ন এবং সফলতা ! প্রতি শুক্রবার লাখ লাখ ছাত্র মাথা বিক্রী করার জন্য ঢাকা টু ৬৪ জেলা আপস ডাইন আপস ডাউনে ব্যস্ত !
.
শুনেছি একজন মানুষের ব্রেইন নাকি সুপার কম্পিউটারের চেয়ে হাজার গুণ শক্তিশালী ! কথা হলো কারো কাছে কম্পিউটারটি গেইম খেলা এবং গান শুনার মেশিন ছাড়া কিছুই না !
.
খুব ভালো গান করা ছেলেটি যার চোখে মুখে আমি আতিফ আসলামের ছায়া পেতাম তাকে সেদিন দেখলাম ব্যাংকের বারান্দায় বসে অবিরাম সিল মেরে যাচ্ছে ! বললাম তুমি তো ভালো গান করো এখন কি চর্চা করো ? সে হেসে বললো, সময় কই ? কিছু কিছু পাল্টা প্রশ্নের উত্তর দেওয়া কারো সাধ্য নেই !
.
খুব ভালো বক্তব্য দেওয়া ছেলেটিকে দেখলাম চুপ হয়ে ঘাপটি মেরে বসে ব্যাংকের হিসেব মিলাচ্ছে ! সে তো আব্রাহাম লিংকন, বঙ্গবন্ধু, মাহাথির মোহাম্মদ, ডেল কার্নেগী, শিব খেরার মতো একজন সুবক্তা হতে পারতো !
.
বাম হাতে ডান হাতে ছক্কা মারা ছেলেটিকে দেখলাম দোকানে দোকানে ইউনিলিভারের প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে !
.
খুব ভালো গল্প বলা ছেলেটি ও একটি সরকারি চাকরির আশায় দৌড়ের উপর আছে !
.
আইনস্টাইনের মে বি একটি কথা আছে, "মাছ গাছের আগায় উঠবে এই চিন্তা করলে পৃথিবীর সব কিছু অসম্ভব !'
.
আর এই অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে মধ্যবিত্তরা ! সত্যি পেথেটিক ! আজ মহান শুক্রবার ! ছুটির দিন ! লেখক হওয়ার স্বপ্ন বুকে লালন করা ছেলেটি আজ একটু ছুটি পেয়েছে কিছু লেখার ! হাস্যকর !
.
সেদিন একজন বললো ভাই হালকা পাতলা লেখা দেখি তা না করে কাজে মনোযোগ দিলে ক্যারিয়ার করতে পারবেন ! মনে মনে বললাম, হাদারাম আমি তো লেখক হতে চেয়েছিলাম পেটের টানে চাকুিজীবী হয়েছি !
১৮ ই জুন, ২০১৬ রাত ৯:২৬
আবদুর রব শরীফ বলেছেন: জীবনের পিছুটান করেছে ব্যবধান !
২| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৯:২০
সুমন কর বলেছেন: সত্য বলেছেন।
১৮ ই জুন, ২০১৬ রাত ৯:২৮
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা ভাইজান !
৩| ১৭ ই জুন, ২০১৬ সকাল ১১:০২
নবিন ব্লগার বলেছেন: আমার জীবনটা খুব কস্টের তবুও আমি এখন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, কিন্তু কয়জন ই বা পারে জীবন যুদ্বেবে সফল হতে/???
১৮ ই জুন, ২০১৬ রাত ৯:২৯
আবদুর রব শরীফ বলেছেন: আল্লাহ আপনার সহায় হোক !
৪| ১৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: এটাই বাস্তবতার হিউমর!!!!
১৮ ই জুন, ২০১৬ রাত ৯:৩০
আবদুর রব শরীফ বলেছেন: কঠিন বাস্তবতার শিকলে বাঁধা পড়েছি আমরা !
৫| ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
র্যাশ বলেছেন: মধ্যবিত্তের বাস্তবতাবোধ স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবেই , তবে হতাশ হওয়ার কিছু নেই। হ্যাভ ট্রাষ্ট অন ইউর এবিলিটি অ্যান্ড ট্রাই হার্ড. .।
১৮ ই জুন, ২০১৬ রাত ৯:৩০
আবদুর রব শরীফ বলেছেন: তবুও জীবন যাবে কেটে জীবনের নিয়মে !
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৮:৫২
শায়মা বলেছেন: ভাত মাছ নুন তেলের রোজগারের চিন্তায় কত সৃষ্টিশীল প্রতিভা যে ঝরে যায়।
একদিন দেখি এক সব্জী বিক্রেতা ছেলে কয়লা দিয়ে তার পাশের দেওয়ালে এমন সব ছবি এঁকেছে। দোয়েল, বাঘ , পাখি আরও কত কিছু!
আমি মুগ্ধ হয়ে গেলাম ! জিগাসা করলাম কোথায় শিখেছো ! সে কোনো উত্তর দিতে চাচ্ছিলোনা। বার বার জিগাসা করায় বললো একা একা!
ছবিগুলো কি যে সুন্দর ছিলো কয়লা দিয়ে রাস্তার দেওয়ালে ছবি আকা। ছবি আঁকে বসে বসে কিন্তু তাকে সব্জী বিক্রি করতে হয়।