নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মৃত বোনের দাফনের সময় এক পাগলা সেলফি তুললো আর নিউজ পোর্টালগুলো হিটের আশায় তা পুরো দেশ করে দিলো ! তাইলে দোষী কে ?
.
বাবার লাশ কাঁধে নিয়ে সেলফি তুললো এক হাদারাম কিন্তু তা নিয়ে হাজারো মানুষ ছবিটি শেয়ার করে নিন্দা করলো ! তবে হাদারাম কে কে ?
.
নায়িকা মুনমুন খোলামেলা ছবি দিয়ে পোজ দিলো তার সমালোচনা করে বিনোদন বই সেই ছবিটি প্রচ্ছদ করলো ! দোষী কে ?
.
এক ঘরে আগুন লেগেছে তা প্রমাণ করার জন্য হাজার ঘরে আগুন লাগিয়ে কেউ কেউ প্রমাণিত সত্য হয়ে নিজেকে তুলশী পাতা দাবী করে বসে থাকে !
.
শিকলের পিছনে শিকল লাগালে তা বাড়তে থাকে কখনো কমে না উচিত নষ্ট শিকল বিচ্ছিন্ন করতে হলে মাঝখান দিয়ে ভেঙ্গে দিতে হয় ৷
.
আমি যখন সমাজকে ভালো করার দায়িত্ব নিয়েছেন আপনার উচিত ছবিগুলো ব্লার করে দেওয়া ! কিছুদিন আগে এক অখ্যাত সাংবাদিক কিছু এ+ পাওয়া বাচ্চা ছেলেদের নিয়ে নিউজ করে বিখ্যাত হয়েছিলো কিন্তু সে কি সত্যি সাংবাদিকতা শিখেছে ? শিখলে কেনো বাচ্চাগুলোর মুখমন্ডল ব্লার করলো না ? কারণ তার উদ্দেশ্য সমাজকে পথ দেখানো নয় বরং সস্তা জনপ্রিয়তা অর্জন বৈকি কিছু নয় !
.
কেউ যদি অপরাধ করে থাকে কৌশলে তাকে সৎ পথে আনার মধ্যে বীরত্ব আছে, প্রকাশ্যে তার মুখমন্ডল প্রচার করা কাপুরুষতা বৈকি কিছু নয় !
.
সমালোচনা নয় সমাধান কাম্য ! সমালোচনা রান্নার নুনের মতো তা পরিমিত হওয়া ভালে অন্যথায় তা অখাদ্য ছাড়া আর কিছু হবে না ৷
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৫
আবদুর রব শরীফ বলেছেন: একদম সেটাই হওয়া উচিত !
২| ১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪৫
ধ্রুবক আলো বলেছেন: হ্যা আমিও একমত
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৬
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা মত প্রকাশের জন্য !
৩| ১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমাধান চায় না তারা। তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে...
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৭
আবদুর রব শরীফ বলেছেন: একদম !
৪| ১৫ ই জুন, ২০১৬ রাত ১১:২৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: সহমত, ভ্রাতা!
১৭ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৬
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম !
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৬ রাত ১০:৩২
সুমন কর বলেছেন: সমালোচনা নয় সমাধান কাম্য !