নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মিস কল প্রথাটা এমনি ও চলে গেছে কিন্তু বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পর আর থাকবে না !
কি হারালাম?
-হঠাৎ মোবাইলে একটি নাম্বার ভেসে আসলো কে না কে করছে ভেবে বুকে টান টান উত্তেজনা
-সে নিশ্চয় মানবী ! টানা টানা চোখ ! হরিণীর ঠোট ! পাহাড়ের নাক ! আরে রাখ ! আগে ফোন করে দেখি কে?
-একটার পর একটা রিং দিতে থাকলাম ! ফোন রিসিভ করছে না ! হঠাৎ একবার রিসিভ করে ঐ পাশ থেকে রমণীর কন্ঠ ভেসে আসলো !
"আমি পাইলাম ! আমি ইহাকে পাইলাম ! এটা কাকের আওয়াজ নয় ! কোকিলের সুর !"
-তারপর সম্পূর্ণ মনের বিপরীতে গিয়ে ইনবক্সে একটি মৃদু পার্ট নিয়ে লেখা, 'ডোন্ট ডিস্টার্ব মি ! প্লিজ !'
অতপর মনের মাধুরী মিশিয়ে কিছু কল্পনা ! "হ্যালো এটা কি 2441139 প্লিজ করেন রিসিভ ফোন একটিবার.......! কত শতবার রং নাম্বার পেরিয়ে তোমার সুরেলা কন্ঠ পেয়েছি, ফোন রিসিভ না করিয়ে ছাড়বো না এবার........!
তারপর একদিন সত্যি কন্ঠটি কথা বলা শুরু করলো, চৈত্রের খরা রোদের বহু প্রতীক্ষা পর বৃষ্টির দেখা পাওয়া ! তার চলছে গাড়ি যাত্রাবাড়ি !
একদিন মন প্রাণ সব দেওয়া শেষে দেখা করার জন্য ছটফট করা অবশেষে প্রতীক্ষার অবসান ! হাসতে হাসতে প্রিয় বন্ধুদের আগমন ! নিজেকে পৃথিবীর সেরা বেকুব মনে হওয়া ! আড়চোখে দেখতে থাকা কেউ একজন বন্ধুর পিঠ থাঁপড়িয়ে বলছে, 'তুই পারিস বটে কেন যে তুই মেয়ে হয়ে জন্মালি না ! দোস্ত কন্ঠটা আবার শুনাতো একটু...... !'
১৩ ই জুন, ২০১৬ রাত ৮:৪৫
আবদুর রব শরীফ বলেছেন: বুজি না !
২| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:১২
মিঃ অলিম্পিক বলেছেন: ha ha ha nice....
১৩ ই জুন, ২০১৬ রাত ৮:৪৬
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ !
৩| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪
আর. এন. রাজু বলেছেন: ভালো
১৩ ই জুন, ২০১৬ রাত ৮:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: হেহে !
৪| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
বিজন রয় বলেছেন: 'তুই পারিস বটে কেন যে তুই মেয়ে হয়ে জন্মালি না ! দোস্ত কন্ঠটা আবার শুনাতো একটু...... !'
হা হা হা হা
++++
১৩ ই জুন, ২০১৬ রাত ৮:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: প্রতিভা !
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৫
মনির হোসন বলেছেন: de:
see detail