নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
একবার কাসাফাদৌজ্জা নোমান তিন শব্দের একটি আন্ডা পেরেছিলেন সেটি হলো 'অদ্ভুত তুমিহীনতায় ভুগছি' যদিও সেটি পরে তার প্রকাশিত বইয়ের নাম হিসেবে ব্যবহার করছিলেন ৷ তার আগে অসংখ্য প্রেমিক-প্রেমিকার অলি গলি এই তিনটি শব্দ দিয়ে তৃপ্তি লাভ করেছিলো ৷ "অদ্ভুত ___ ভুগছি !" শূন্যস্থানে হাজারো শব্দ বসিয়ে হাজারো বাক্য শিল্পের মর্যাদা পেয়েছিলো ! আসলে আন্ডা যত ছোট হোক না কেনো তা পুষ্টিকর !
.
যতটুকু জানি বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে অসংখ্যবার গবেষণা হয়েছিলো ! জাস্ট দুই লাইনের একটি কথা নিয়ে কিছু গবেষক ঘুম হারাম করেছিলেন ৷ তরতর করে বেড়ে গিয়েছিলো বিক্রী ! জানেন কি সে দুই লাইন ? "মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস !"
.
জোরসে বলো ! ম্যাজিক টুফ পাউডারের একটি বিজ্ঞাপনের সেই মফিজ কে নিয়ে কিছুদিন আগেও একটি নিউজ দেখলাম ৷ মানুষ আজও জানতে চায় তার সম্পর্কে !
২| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:২৯
বিজন রয় বলেছেন: মনে আছে।
৩| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:৩৯
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: হঠাৎ কাসাফাদৌজ্জা নোমানের পিছনে লাগলেন কেন ? আমি যদিও উনার ভক্ত-টক্ত নই তবু বলা দরকার বাঙ্গালির ঐ একটা স্বভাব একজন অন্যজনের পেছনে লেগে থাকা । উনি ৩ শব্দের আন্ডা পেড়েছেন আর এই পোস্ট করে আপনি পারলেন বহু শব্দের আন্ডা । Congratulation for your big ANDA
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৬ রাত ৯:৪৭
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: পিচ্চি থাকতে ওই এড দেখছিলাম, ভাসা ভাসা মনে পড়ে