নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চৌধুরী সাহেব পা'য়ের উপর পা তুলে বসে আছে কোন মতেই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করবে না !
.
মোবাইল কোম্পানি থেকে মেসেজ আসলো, "চৌধুরী সাহেব শেষ সুযোগ কইয়া দিলাম ! রেজিস্ট্রেশন করলে ৫০ টাকা নগদ !"
.
আবার মেসেজ আসলো কিছুদিন পর, " চৌধুরী সাহেব শেষ সুযোগ কইয়া দিলাম ৷ রেজিস্ট্রেশন করলে নগদ পাঁচ হাজার টাকা ৷"
.
আবার মেসেজ আসতে থাকলো কিছুদিন পর পর ! বাড়ি গাড়ি নারী যাহা চাইবেন তাহা দিবো আপনার পা'য়ে পড়ি চৌধুরী সাহেব প্লিজ রেজিঃ করুন !
.
চৌধুরী সাহেব কোন মতেই সিম রেজিস্ট্রশন করবে না ! এবার নতুন মেসেজ আসলো ৷ "চৌধুরী সাহেব বায়ামেট্রিক রেজিঃ করে জিতে নিন পুরো কোম্পানির মালিক হওয়ার সুযোগ !"
.
এবার চৌধুরী সাহেব রেজিঃ করতে গেলো এবং ভাগ্যক্রমে কোম্পানির মালিক হয়ে গেলো ৷ চৌধুরী সাহেব তো মহা খুশি ৷ কি এমন ঘটলো চৌধুরী সাহেব নিজেই কোম্পানি ছেড়ে দিয়ে আবার অপার দিলেন, "বায়োমেট্রিক রেজিঃ করে জিতে নিন কোম্পানির মালিক হওয়ার সুযোগ ! "
.
কারণ, "সবাই চৌধুরী সাহেবের মতো গো ধরেছে বায়োমেট্রিক রেজিঃ করবেই না ! "
২৯ শে মে, ২০১৬ রাত ৮:২৩
আবদুর রব শরীফ বলেছেন: হেহে ধন্যবাদ !
২| ২৯ শে মে, ২০১৬ রাত ১:৩৮
বাংলা গান শুনুন বলেছেন: হুট করে বায়োমেট্রিক সিদ্ধান্ত নিয়ে আমাদের আইটি সেকশন এবং মোবাইল কোম্পানি গুলো পড়ছে বিপাকে। তারা ভাবল এক সময় বাংলাদেশ তো পাকিস্তানের সাথেই ছিলো, পাকিদের দিয়ে যেহেতু বায়োমেট্রিক সফল হয়েছি নিশ্চয় বাংলাদেশেও সফল হবো।কিন্তু তাদের ধারনা ভুল,তারা দেখল এদেশে গাড়ত্যারা মানুষের সংখ্যা বেশী এবং গাড়ত্যারা গুলোর এক কথা- আঙ্গুলের ছাপ দিমুনা।নির্দিষ্ট সময়ে সফলতার সাথে ব্যর্থ হয়ে রেজিস্ট্রেশনের সময় দিল বাড়িয়ে,কোন লাভ হচ্ছেনা, কারণ আমাদের গাড়ত্যারা গুলো সিদ্ধান্তে অটল- আঙ্গুলের ছাপ দিমুনা।এখন দেওয়া শুরু করছে লোভনীয় অফার সমুহ, তবুও ত্যারা গাড় সোজা হয়না।বায়োমেট্রিক এর শেষ দৃশ্য দেখার অপেক্ষায় রইলাম।
♥ আমি ব্লগে নতুন এসেছি,আমার পোষ্টগুলো দেখার আহবান জানাচ্ছি ♥
২৯ শে মে, ২০১৬ রাত ৮:২৪
আবদুর রব শরীফ বলেছেন: শেষ দৃশ্য জিন্দাবাদ !
৩| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩৬
ঢাকাবাসী বলেছেন: এমন অসভ্য দেশ, পাকিরা সবাই বায়োমে করসে আর সৌদিরা করসে আফগানরা করসে তো বাঙালরা কেন করতে দেরী করতাসে?
২৯ শে মে, ২০১৬ রাত ৮:২৫
আবদুর রব শরীফ বলেছেন: আমাদের ঘড়ি চিরকাল লেইটে চলে !
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৬ রাত ১১:৫৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে,, রব ভাই। আসলেই...