নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মেয়ে খুব তো বলো ছেলেরা শুধু তোমাদের পিছনে লেগে থাকে ! সুযোগ পেলে বাঁশ দেয় !
.
আমি অনেক ছেলেকে দেখেছি তোমরা বাসে উঠলে সিট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থেকেছে ! কিন্তু একবার এক ছেলে দাঁড়াইনি বলে তুমি তাকে অসভ্য বলেছো ! এই বুজি তোমার সমান অধিকার !
.
তুমি একা একা চলতে কতোবার ভয় পেয়েছো ? একটি ছেলে হাত বাড়িয়ে দিয়েছিলো তুমি বুকে বল পেয়েছিলে ৷
.
ভুলে গেছো ? একটি ছেলে তোমাকে শুধু বুকে টেনে নেয়নি সে আগলেও রেখেছে যেভাবে মৌমাছি'রা তাদের রাণীকে আগলে রাখে ৷
.
তোমার জন্য গোলাপ কিনে নিয়ে যাওয়া ছেলেটি রেস্টুরেন্টে মানি ব্যাগ খালি করে এসেও তোমাকে ভালবাসি বলেছে ! কি বলেনি?
.
তোমার সন্তানদের মানুষ করার জন্য সে রোদ জ্বড় বৃষ্টি উপেক্ষা করে আয় রোজগার করেছে কিন্তু বাবা হয়ে সন্তানদের কাছে পাওয়ার সুযোগ তার খুব কম হয়েছে ! কি হয়নি?
.
তোমাকে আরেকটু সুন্দর করে সাজাবে বলে লাখ টাকা খরচ করে কিছু সুন্দর পদার্থ কিনেছে ৷ কি কিনেনি? সেগুলো তোমার নাকে কানে গলায় মাথায় দেখে সে বরং খুশি হয়েছে ৷
.
আর উদাহরণ দিবো না কারণ মেয়েদের নাকি কালিজা পুরোটা কেটে দিলে ও বলবে ওজন এক ছটাক কম মনে হচ্ছে !
২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৭
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা !
২| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:১৩
বিজন রয় বলেছেন: হা হা হা হা হা
২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৮
আবদুর রব শরীফ বলেছেন: হিহি !
৩| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৪৩
লক্ষ্মীছেলে বলেছেন: আর উদাহরণ দিবো না কারণ মেয়েদের নাকি কালিজা পুরোটা কেটে দিলে ও বলবে ওজন এক ছটাক কম মনে হচ্ছে !
কিছু মেয়েদের ক্ষেত্রে এমনই, আর কিছু ............... তার উল্টোটা, ভালো লেখা, অনেকের শেখার আছে বটে।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪৭
লক্ষ্মীছেলে বলেছেন: তোমার সন্তানদের মানুষ করার জন্য সে রোদ জ্বড় বৃষ্টি উপেক্ষা করে আয় রোজগার করেছে কিন্তু বাবা হয়ে সন্তানদের কাছে পাওয়ার সুযোগ তার খুব কম হয়েছে ! কি হয়নি?
+++++ ভালো থাকুন কবি।