নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আগে বন্ধু মহলে যে ভালো 'গান/গল্প' বলতে পারতো তার আলাদা কদর থাকতো আর এখন যে ভালো 'সেলফি' তুলতে পারে তার আলাদা কদর দেখা যায় !
.
আগে ছবি তোলার সময় লম্বা ছেলেরা সবার পিছনে থাকতো কিন্তু এখন 'সেলফি' তোলার দায়িত্ব লম্বা ছেলেটির সুতরাং সে সামনে থাকে !
.
তখন দূর থেকে ছবি তোলার কারণে মানুষগুলোর আকৃতি বুজা যেতো আর এখন বোয়াল মাছের মত মথা বড় দেখা যায় !
.
সেলফি আসাতে টাক মাথার মানুষরা বেশী সমস্যায় পড়ছে এখন মনে হয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচের বিরতি চলছে!
.
সেলফি'তে সবচেয়ে বেশী লসে পড়েছে জুতো কোম্পানি হয়তো তারা সেলফি আতংক ছড়াচ্ছে ! সেলফি তুলতে গিয়ে এই মরছে ঐ মরছে ইত্যাদি ইত্যাদি !
.
ভাই রে ভাই ! সময় খুব কঠিন মাইরি ! কখন যে কি ট্রেন্ড হয়ে যায় তা ভাবাও দুঃসাধ্য ! ঐ দিন দেখলাম একজনে সেলফি স্টিক দিয়ে পিঠ চুলকাচ্ছে !
.
সেদিন বেশী দূরে নয়, হকি স্টিকের মত সেলফি স্টিকও প্রয়োজনে ব্যবহার করা হবে ! কত কিছু হবে যা দেখেনি কেউ আগে !
©somewhere in net ltd.