নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মাস শেষ হয়ে এক তারিখ, দুই তারিখ, তিন তারিখ চলে গেলো এখনো টিউশনির বেতন দেওয়ার নাম গন্ধ পাচ্ছি না সুতরাং ছাত্রদের বেত্রাঘাত করে করে জোরে জোরে বলছিলাম, 'মাস শেষ হয়ে গেলো এখনো সিলেবাস শেষ করো নি ! মাস শেষ হয়ে গেলো.. !'
.
একঘন্টা শেষ হয়ে গেলো এখনো নাস্তা আসে নি ! 'ওহে ছাত্র ! একগ্লাস পানি নিয়ে এসো, গলাটা শুকিয়ে গেলো !' পানি'র বদলে নাস্তা আসে নি দেখে বললাম, ' তোমাদের পানি এতো তিতা কেনো !'
.
আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি তখন ইন্টার সেকেন্ড ইয়ারের একটা মেয়ে পড়াতে গেছিলাম ! মেয়ে আমাকে জিজ্ঞেস করে স্যার কোন ইয়ারো পরেন? সদ্য ইন্টার শেষ করেছি বললে টিউশনিটা যাবে ৷ বললাম ফোর্থ ইয়ার ! চার বছর পড়ানোর পর মেয়ে বলে স্যার ফোর্থ ইয়ার শেষ হয়নি? বললাম, 'চলছে এখনো ৷' মেয়ে তো আকাশ থেকে পড়লো !
.
টিউশনির ইতিহাসগুলো বলতে গেলে রাত চলে যাবে, আসেন আড্ডা দিই !
বিষয়ঃ আপনার টিউশনির মজার ঘটনা !
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮
আরণ্যক রাখাল বলেছেন:
৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০৫
ফেরদৌসা রুহী বলেছেন: টিউশনি করাইনি তাই অভিজ্ঞতা নাই
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩
নীল-দর্পণ বলেছেন: টিউশনিতে আমার মজার চাইতে পঁচা অভিজ্ঞতাই বেশী।
২০১৪তে দুই ভাইবোনকে পড়াতাম। ছাত্রী ফোর আর ছাত্র থ্রীতে। ছাত্রটা মাঝে মাঝে বলতো "টিচার আজকে আপনি আমাদের বাসায় খেয়ে তার পরে যাবেন" সে যে কী রিকোয়েস্ট ! আমাকে খেয়েই আসতে হতো ।
ম্যাথ করতে চাইতোনা। একদিন রাগ করে বলছে "গড়গড়াইন্না অংক ত প্রতিদিনই থাকে" ওর বলার ধরনে আমি হাসতে হাসতে শেষ ।
করুন একটা অভিজ্ঞতা বলি, সামনের মাসে টিউশনির টাকা পাবো ভেবে আগে আগেই শাড়ী কিনে ফেলেছিলাম এক প্রোগ্রামের জন্যে। পরের মাসে সেই টিউশনি ছেড়ে দিয়েছিলাম, টাকাও আর দেয় নি। আহা কী যে দুঃখ পেয়েছিলাম।
বেশ কয়েকমাস পরে ফোন দিয়েছে সেই টাকা নেওয়ার জন্যে