নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আপনি মশা'র যত কাছে আসুন না কেনো মশা আপনার থেকে একশ হাত দূরে থাকবে ! কি বিশ্বাস হলো না? যদি বিশ্বাস না হয়ে থাকে 'এক ফাইল ঔষুধ কিনে দেখুন না, ম্যাজিক !' করিম সাহেব এক ফাইল কিনে বাসায় গিয়ে ঔষুধের প্যাকেট খুলতে আরম্ভ করলো, মনে মনে মশার চৌদ্দ পুরুষ উদ্ধার করে একটার পর একটা কাগজের ভাঁজ খুলতে লাগলো ! টানটান উত্তেজনা ! দেখা যাক কি হয় ! হ্যাঁ অবশেষে দেখলো একটি কাগজে লেখা, 'মশার ঔষুধ মশারি ৷'
.
উপদেশটি টাকা দিয়ে কিনেছে বলে করিম সাহেবের সারা জীবন মনে থাকবে, দশ টাকা ক্ষতির সেই করুণ ইতিহাস সে কখনো ভুলতে পারে না ৷ সময় সুযোগ পেলে গল্পের ছলে সে 'মশার ঔষুধ মশারি' গল্পটি বলে একবার দশ টাকার কথা মনে করে উদাস নয়নে হা করে সদ্য নিক্ষেপিত সিগারেটের দিকে তাকিয়ে ভাবে, সেদিন দশ দশটি টাকা ক্ষতি হয়েছিল !
.
করিম সাহেব আগে মশারি টাঙ্গাতো না, ক্ষতিপূরণ কতটুকু কমিয়ে আনা যায় তা ভেবে সে নিয়মিত মশারি টাঙ্গিয়ে ঘুমায় !
.
সত্যি শিখতে হলে ঠেকে এবং ঠকে শিখতে হয় ! ধাক্কা খেয়ে খেয়ে শিখে পাক্কা হতে হয় ! ধাক্কা আপনাকে যা শিখাবে পুঁথিগত বিদ্যা তা কখনো শিখাতে পারবে না ! সুতরাং ধাক্কা খেতে ভয় কিসের?
©somewhere in net ltd.