নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সাধু সাবধান ! সাধারণ মানুষ প্রতিবাদ করতে শিখে গেছে !

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

এক লোক চোরের চুরির ভয়ে রাতে ঘুমের মধ্যে 'কে রে? ' 'কে রে?' বলতো, চোর বেচারা তা ফলো করে বুজতে পারলো যে ওটা অভ্যেসবশত কে রে বলে সুতরাং চোর চুরি করতে ঢুকে তার মুখে রুমাল গুঁজে দিলো কিন্তু চুরি করে যাওয়ার পথে রুমাল একটু আলগা হয়ে গেলে সব 'কে রে' কে রে' 'কে রে' 'কে রে' এক সাথে বের হয়ে আসা শুরু করলো আর বেচারা চোর সত্যি এবার জেগে উঠেছে ভেবে সব রেখে পালালো !
.
হয়তো অবচেতন অথবা চেতন মনে মানুষ আজ অন্যায়ের প্রতিবাদ করছে, আস্তে আস্তে অভ্যেস হচ্ছে ! একটি বলয় তৈরী হচ্ছে, একদিন সব প্রতিবাদ একসাথে হয়ে ঘুমের মধ্যেও বিপ্লব নিয়ে আসবে, সেদিন বেশী দূরে নয় যেদিন অপরাধীরা চোরের ন্যায় সব রেখে পালাবে কিন্তু পালানোর রাস্তা পাবে না !
.
রাজন, নাদিয়া, তনুসহ আরো যারা আছে তারা জীবন দিয়ে বিবেক জাগ্রত করে যাচ্ছে, মানুষ যার যা কিছু আছে তা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে, যে কিছু করতে পারছে না সে আপসোস হলেও করছে ! অন্যায়গুলো নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে চা'য়ের কাপ ঠান্ডা হয়ে টগবগ রক্তের উত্তাপে তা আবার গরম অনুভূত হচ্ছে !
.
সম্প্রতি ঘটনার প্রেক্ষিতে বলছি, একটা সিঙ্গেল মানুষ খুঁজে পাবেন না যে তনু'র জন্য একটু সহানুভূতি দেখায় নি, আমি আমানুষদের কথা বলছি না তাদের কথা বলছি যাদের নূন্যতম বিবেক আছে !
.
তুষের আগুন ভিতরে জ্বলে, উপলব্ধি করা যায় না উপর থেকে কিন্তু হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠে সুতরাং সাধু সাবধান !

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: তুষের আগুন ভিতরে জ্বলে, উপলব্ধি করা যায় না উপর থেকে কিন্তু হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠে সুতরাং সাধু সাবধান ! খাঁটি কথা

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম !

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১

ঢাকাবাসী বলেছেন: দুর্ভাগা দেশে অমানুষদের সংখ্যাই বেশী! প্রতিবাদকারীরা বেশীদিন টেকেনা!

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: তা মন্দ বলেন নি !

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪

নকীব কম্পিউটার বলেছেন: আমি যুনায়েদ! ঝুনায়েদ! ছুনায়েদ!

গুটিবাজীর শিক্ষাটাও কিন্তু মিডিয়ার বদৌলতে হয়েছে।

সাংঘাতিকদের কথা বলছি না।

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

আবদুর রব শরীফ বলেছেন: একদম একদম !

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: খাটি কথা... ++

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১

আবদুর রব শরীফ বলেছেন: ভালো লাগা গ্রান্টেড ! In read cmnt

৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: রাজন, নাদিয়া, তনুসহ আরো যারা আছে তারা জীবন দিয়ে বিবেক জাগ্রত করে যাচ্ছে, মানুষ যার যা কিছু আছে তা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে, যে কিছু করতে পারছে না সে আপসোস হলেও করছে ! অন্যায়গুলো নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে চা'য়ের কাপ ঠান্ডা হয়ে টগবগ রক্তের উত্তাপে তা আবার গরম অনুভূত হচ্ছে !

বাস্তবে আমাদের দেশে এমন হলে তো ভালই হতো।

আমরা চিল্লাচিল্লি করে যাব কিন্তু ফলাফল জিরো।

তাই হবে যা উনারা চান।

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২

আবদুর রব শরীফ বলেছেন: এক্সামে উপস্থিত থেকে জিরো পাওয়া মন্দ না !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.