নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মামার বাড়ির আবদার !

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:২৬

ভাই খুব জরুরী একটা স্পিড বোটের টিকেট দেন !
" সবার মতো লাইনে দাঁড়ান ৷"
.
কতক্ষণ দাঁড়াবো এই লম্বা লাইনে?
"যতক্ষণ লাগে ৷"
.
যতক্ষণ মানে কতক্ষণ?
"এক ঘন্টা ও লাগতে পারে ৷"
.
কৌশল পাল্টালাম, কারণ আমাকে বারটার ভিতর সন্দ্বীপ গিয়ে ফুফুকে ফুফা'র হাতে তুলে দিয়ে বিয়ের ভোজন সেরে তিনটাই অবশ্যই সিটিজি বেক করতেই হবে !
.
ভাই আমি খুব অসুস্থ, এক ঘন্টা এমন চান্দি ফাটা রোদে দাঁড়ালে ফেশার লো হয়ে যাবে ৷
"ভাই কিছু করার নেই নিয়ম বলে একটা কথা আছে ৷"
.
কুমিরা ঘাট থেকে তাহলে কি বাঁশবাড়িয়ে ঘাটে চলে যাবো?
"আপনার ইচ্ছা ৷"
.
টিকেট আমাকে নিতেই হবে ৷ অন্য ঘাটে যেতে আরো চল্লিশ মিনিট লাগবে সাথে বিশ মিনিট লাইনে দাঁড়ানো হিসেব করলেও সেই এক ঘন্টা !
.
কৌশল আবারো পাল্টাতে হবে, সেই পুরনো কৌশল যাকে আমি বলি, 'মামার বাড়ির আবদার ৷'
.
ভিতরে ওয়েটিং রুমে গিয়ে যারা টিকেট দেয় তাদের একজনকে ডাকলাম, তারপর বললাম ভাই ইমারজেন্সি কেস তাই বেশী দিবো টিকেটের দাম ৷
.
সে এদিক ওদিক তাকিয়ে বললো ৫০ টাকা দেন,
.
আস্তে করে তার হাতের মুঠোয় পঞ্চাশ টাকা চালান করে দিলাম সাথে সাথে পঞ্চাশ সেকেন্ড হওয়ার আগেই টিকেট আমার পকেটে এসে হাজির ৷
.
আমার সাথে এর আগে বাসে তিনজনের সাথে পরিচয় হয়েছিলো তারাও সন্দ্বীপ যাবে জাস্ট ঘুরতে, তারাও দেখলাম লাইনে দাঁড়িয়ে আছে ৷ আমার হাতে টিকেট দেখে তারা তো মনে মনে 'টিনের চালে কাক, আমিতো অবাক' প্রবাদটি আওড়াতে থাকলো ৷
.
দিলাম বুদ্ধি তাদের ও, আমি স্পিড বোটে উঠার সাথে সাথে তারাও এসে হাজির !
.
তিনশত টাকা টিকেট ওটা টাকা কিন্তু বাড়তি পঞ্চাশ টাকা আলাউদ্দিনের আশ্চর্য সেই চেরাগের দৈত্য, একে অনেকে ঘুষ বলবেন কিন্তু যে যা বলুন না কেনো ভাই, সময়ের কাছে সবকিছু প্রয়োজন ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:২৯

বিজন রয় বলেছেন: মামার বাড়ির আবদার।
+++++

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৮

নেয়ামুল নাহিদ বলেছেন: সময়ের কাছে সবকিছু প্রয়োজন ।
হয়তোবা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.