নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আরমান স্যারের একটি কথা মাথায় ঘুরছে,
"যে খেলে সে খেলোয়ার,
যে জানে সে জানোয়ার ৷"
.
বাংলাদেশের চল্লিশ শতাংশ মানুষ যাদের দৈনিক আয় ১০০ টাকার নিচে
.
একজন ডাক্তারের ভিজিট তিনশ/পাঁচশ টাকা, আপনার পকেটে টাকা থাকুক না থাকুক আপনাকে ডাক্তারের কাছে যেতে হবেই, কারণ সে জানে !
.
একটা যুক্তি দাঁড় করাবেন অনেকে
.
ডাক্তার কি এমনে এমনে হয়েছে, এত্তগুলো পড়াশোনা, ডিগ্রী, সাধনা, অধ্যবসায়, পরিশ্রম করে সে ডাক্তার হয়েছে, এতো ফি নিবে না কেনু? কিছু কমু না !
.
বাম হাত ফুলে ছিল টিউমারে, নাড়াতে পারতাম না, ডাক্তার তিনশত টাকা ফি নিলো একটা ইনজেক্সন দিয়ে টেনে বের করলো ছোট টিউমার থেকে কিছু লিকুইড খরচ বেড়ে দাড়ালো আরো একশ পঞ্চাশ টাকা আর ঔষুধসহ আটশ পঞ্চাশ টাকা বিল হলো
.
আমি যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি, পাশে লুঙ্গি পরিধান করা লোকটি গত একবছরে একটি লুঙ্গি কিনেছে কি না সন্দেহ সে এমন একটি পবলেম নিয়ে গিয়েছিল আমার কাছে তিনশ টাকা ভিজিট শুনে কি মনে করে বের হয়ে গেলো
.
লোকটি হয়তো ভাবছে পকেটে যা আছে তা দিয়ে প্রিয় সন্তানের জন্য একটি রং পেন্সিল বক্স নিয়ে যেতে হবে মেয়েটি অনেক দিন ধরে বায়না ধরে আছে
.
আমার পাশে আরো একটি পরিচিত মহিলা ছিল, এক সময় যার বাসায় আমি টিউশনি করতাম, সবজি বিক্রী করে পরিবার চলে ডাক্তার ফি তিনশ সহ তার বিল এলো পাঁচশ অট্টাশি টাকা, রোগ মাথা ধরা, কলমের খোঁচা দিয়ে তিন পাতা ঔষুধ লিখে দিলো, মহিলাটি টাকা বের করার সময় দেখলাম 'মন খারাপ ৷'
.
ওরা গরীব মানুষ ফার্মেসি ওদের শেষ ভরসা, মেডিকেল গেলে ওদের আরো দ্বিগুণ মাসুল দিতে হবে ঐ হিসেবে ডাক্তারকে আমি ধন্যবাদ দিতে ভুলবো না !
.
ছেলের বাবা খুব ভালো মানুষ, যৌতুক নিবে ! কোন রকমে বলতে পারছে না ৷ শেষে বললো 'ছেলে বিএ করে বিয়ে করতে এসেছে, পড়ালেখা করতে গিয়ে অনেক খরচ হয়েছে, সোনার দামে সোনার টুকরো ছেলেটি কিনতে হবে ৷'
.
মেয়েটির বাবা কি করেছে সে প্রশ্নটি সবাই এড়িয়ে গেলো,
-কলিজার ধন মেয়েটিকে আদর করে বড় করেছে ৷
-অনার্স পাশ করিয়েছে, তাকে দেখেশুনে রেখেছে
-ঘর আলো করে রাখা মেয়েটিকে বিয়ে দিবে বলে বুকটা চ্যাত করে উঠেছে
-একমাত্র জায়গাটি বিক্রি করে দিয়েছে সেদিন
-একটি মাত্র সঞ্চয় ছিল কিছু লাভে ভেঙ্গে ফেলেছে
-অবশেষে মেয়েটিকে চোখের জলে অন্যের ঘরে দান করে দিয়েছে
.
আমি কিচ্ছু বুজি না ! কিচ্ছু বুজতে চাই না ৷ সংস্কৃতির জাল ছিঁড়ে আমি জানি তেমন কেউ বের হতে পারবে না ৷ শুধু বলবো, আমরা কি বিবেকসম্পন্ন?
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫
সালমা শারমিন বলেছেন: সহজ কথা কইতে কেন কহযে,
সহজ কথা যায়না বলা সহজে।
অনেক লিখেছিলাম,পুরোটা ডিলিট করে শুধু এটুকুি রাখলাম।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
ধৈঞ্চা বলেছেন:
আমার এলাকায় এমন অনেক গরীব মানুষকে দেখেছি শুধুমাত্র ডাক্তারের ভিজিটের কথা চিন্তা করে শরীরে রোগ নিয়ে ঘুড়ছে, ডাক্তারের কাছে যাচ্ছে না। হাসপাতালে টিকেট কেটেও ভাল চিকিৎসা পাচ্ছে না, সহকারীরা ডাক্তারের ক্লিনিকে গিয়ে দেখানোর পরামর্শ দেয়। শুধু বলবো, ডাক্তাররা কি বিবেকসম্পন্ন?