নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একটি জীবন ! শব্দ ছুঁয়ে শব্দ নিয়ে !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

আমার জীবনে দুইটি স্বপ্ন,
-একজন ভালো মানের মার্চেন্ডাইজার হওয়া
-একজন ভালো মানের গল্পকার হওয়া
.
দুইটি স্বপ্নের দুইটি হাত ধরে দাঁড়িয়ে আছে একজন মার্কেটিং ম্যানেজার সুবাস চৌধুরী স্যার আরেকজন আরমানুজ্জোহা স্যার !
.
যে দুটি কঠিন পথ ধরে এগুচ্ছি সে দুটি কঠিন মানুষের হাত ধরে তাতে বুকে হাত দিয়ে একটি কথায় বললো 'আলো আসবেই ৷'
.
আর যদি এতো সুবিধা পেয়েও আলো না আসে সে ব্যর্থতার দায়ভার আমার একার নিজের...!
.
প্রত্যাশার চেয়ে বেশী কিছু পেয়ে যাচ্ছি ইদানিং, চাকরির শুরুতে প্রমোশন, বেতন বৃদ্ধি বইয়ে লেখা একটার বদলে দুইটা কনফার্ম হলো ৷
.
যেকোন কিছু যেন প্রথমবার করেছি শেষবার নয় এমন যেন হয় !
.
আমার ক্যাম্পাস পত্রিকার সাব-এডিটর দিয়ে শুরু করে বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে দিয়েছিলাম ২০০৭ এ, তারপর কখনো থেমে কখনো দৌড়ে চালিয়ে গিয়েছি লেখালেখি !
.
পত্রিকা, ব্লগ, বই, পেইজ, দেয়ালিকা, সাময়্কি, দৈনিক সব কিছুর একটু আধটু অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলা !
.
প্রতিটা দিন একটি সেরা লেখা লিখবো বলে একটি স্বপ্ন নিয়ে ঘুম ভাঙ্গা এবং একটি অতৃপ্তি নিয়ে ঘুমিয়ে যাওয়া !
.
দুই বছর আগে কম্পিউটার নষ্ট হয়েছে, একসাথে অনেকগুলো টাকা একত্রিত করতে পারি নি বলে আর কম্পিউটার কিনা হয়নি !
.
সামসাং এসথ্রি একটি মোবাইলকে ট্যাংক ভেবে চালিয়ে যাচ্ছি কর্মযজ্ঞ ! প্রায় ছোট বড় হাজার লেখা লিখেছি এই মোবাইল দিয়ে ৷
.
কষ্ট হলে ভাবি একাত্তর সালের একটি প্রবাদ কথা, 'বাঙ্গালীর ঠ্যাং একটি লাঠি কামান লাগে না কিক মেরে কামান উল্টিয়ে ফেলা যায় ৷'
.
আমার কি নেই সেটা বড় কথা নয় আমার কি আছে সেটা দিয়ে আমি কতটুকু যুদ্ধ করতে পারছি সেটাই বড় কথা অনেক যুদ্ধার তা ও নেই !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.