নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ওদের বুকে একটি লাল সবুজের পতাকা, নাম তার বাংলাদেশ ! এটি সাধারণ শ্রমিকদের জীবনের অনুগল্প !
>
জানা মতে, ফুটবল খেলতে ৬০০ ক্যালরি, একটি গল্প লিখতে ২৫০ ক্যালরি খরচ হয় কিন্তু সেই হিসেবে একজন শ্রমিকের পুরো দিন হাতুরি শাবল চালাতে হাজার হাজার ক্যালরি প্রয়োজন তা বুজতে পাশের বাসার বাচ্চা ছেলেটির ও কষ্ট হওয়ার কথা না !
>
কি রান্না করেছে ওরা রাতে? খুঁজতে ছুটে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্যাগোডার রান্না ঘরে, সেখানে ওরা রান্না করে, কেউ হাতিয়া, কেউ রংপুর, কেউ অন্যত্র থেকে কাজ করতে এসেছে ৷ রাতের খাবার ছিল ওদের ডিম, সবজি, ভাত ৷
>
একটি ডিমে ৭৫ ক্যালরি, এক কাপ চালের ভাতে ২০০-২৪২ ক্যালরি এবং ধরলাম সবজিতে ২০০ ক্যালরি ছিল সর্বমোট ৫০০ থেকে ৬০০ ক্যালরি ছিল ওদের রাতের খাবারে
!!
- ২৫ বছরের যুবকের দৈনিক ক্যালরি প্রয়োজন ২৫০০ ক্যালরি
-একজন পৌঢ়ের ২৩৫০ ক্যালরি
-একজন বৃদ্ধে ২০০০ এর একটু কম ক্যালরি প্রয়োজন
!!
সকাল থেকে প্যাগোডার দেয়াল সংস্কারে ভাইয়ের খাটুনি দেখে মনে হলো তার তিন থেকে চার হাজার ক্যালরি নিমিষেই দরকার কিন্তু অংকের হিসেব আর বাস্তবতার মধ্যে যোজন যোজন দূরত্ব ! এগুলো পুরো দেশের শ্রমজীবী মানুষের গল্প ! নোনা কষ্টের গল্প ! কে খবর নেয় তাদের? কোথায় ইন্টান্যাশনাল লেবার অগ্রানাইজেশন ?
>
তবুও ওদের মুখে কি মধুর হাসি ! মামা চালান হাতুড়ি ! একটি ছবি তুলবো ! মুহূর্তেই একের পর এক চলতে লাগলো চালনা, তারপর ফোকলা হাসি দিয়ে বলল, মামা তুলেছেন? হ্যাঁ তুলেছি ! মুখে একটু ও বিরক্তির রেখা নেই ! দুই মিনিটে ওরা এতো বেশী আপন হয় যেন যুগ যুগের চেনা, এতোটা সহজ সরল ওদের চাহনি সাথে অঙ্গভঙ্গি !
>
অর্থনীতি পড়ার সময় অর্থনীতিবিদ ডঃ মইনুল ইসলাম স্যার ওদের ইতিহাস বলতো ৷ এভাবে নাকি সরকারি বেসরকারি হিসেব মতে এক কোটি বিশ লক্ষ বাংলার সোনার সন্তানরা পুরো বিশ্বে ছড়িয়ে আজ দেশ তলাবিহীন বাক্স(এম্পটি ভ্যাসেল) থেকে উদ্বৃত্ত্ব বাক্স হয়েছে, মুগ্ধ হয়ে শুনতাম কথা গুলো এখন মুগ্ধ হয়ে দেখি....! কিন্তু ওদের ভাগ্য কতটুকু সুপ্রসন্ন হয়েছে সেই প্রশ্নটি রেখে গেলাম !
>
কই পত্রিকার শিরোনামে ওদের গল্পগুলো তো হেডলাইন হয় না ! একদিন হয়ত রানা প্লাজা, তাজরিন ট্রাজেডির মত ওদের জীবন ও ধ্বসে পড়ে ,প্লিজ বিশ্বাস করুন ! একটু ভালো চিকিৎসার ওদের সুযোগ হয় না ! বৃদ্ধ বয়সে ওদের জীবনের কোন নিরাপত্তা নেই ৷ এভাবে দেয়াল ভাঙ্গার মত একদিন ওদের নিজের শরীল ভেঙ্গে যায় ! অন্যদিকে দেশ গড়ে চলে ৷ দেয়ালের প্রতিটা ইটে ওদের ঘাম অশ্রু মিশে একাকার হয়ে যায় ৷ স্মৃতি হয়ে থাকে মহাকাল ! ওরা বড্ড সাধারণ মানুষ ! বড্ড দুর্নীতিমুক্ত আবেগী মাটির মানুষ ! ওদের হাত ধরেই এগিয়ে যাবে সভ্যতা, মাথা তুলে দাড়িয়ে থাকে একটি লাল সবুজের পতাকা ! নাম তার বাংলাদেশ ৷
©somewhere in net ltd.