নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
১৯৯৫ সালে ক্লাশ ওয়ানে ভর্তি হয়েছিলাম ২০০৫ এ এসএসসি পরীক্ষা দিলাম একটি বছরও সেশন জট কেড়ে নিতে পারে নি !
.
তারপর ২০০৭ এ এইচএসসি পরীক্ষা দিলাম একটি দিনের জন্য তো সেশন জটে পরি নি !
.
সবচেয়ে বড় পাবলিক পরীক্ষাগুলো দিয়ে দিলাম একটি বছরও অপচয় না করে !
.
তারপর সেশন সাত-আটে ভর্তি হলাম অর্থনীতি বিভাগে ৷ অনার্স দেওয়ার কথা ২০১১ তে মাস্টার্স দেওয়ার কথা ২০১২ তে কিন্তু কি এমন হলো দেশে যে সে পরীক্ষাগুলো ২০১৪ এবং ২০১৫ তে দেওয়া লাগলো !
.
২০১২ তে যদি আমি চাকরি ধরতে পারতাম তাহলে আজ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ম্যান পাওয়ার হতে পারতুম
.
২০১৩ তে যদি বিয়ে করতাম তাহলে আজ দুই বছরের একটি রাজপুত্র থাকতো আমার !
.
আরো ভয়ঙ্কর বেপার আমাদের চেয়ে অনেক সাবজেক্টে সেশন জট অনেক বেশী !
.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা কি আর বলবো !
.
এর মধ্যে নানাবিধ 'ইয়ার লসের' একটি বেপার সেপারও থাকে অনেক ছাত্রের
.
দীর্ঘ তিন তিনটি বছর জীবন পানিতে ফেলে এসে এবার আবার চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে আরো দুই তিন চার পাঁচ বছর !
.
ততদিনে ঝাঁকড়া চুলের ছেলেটি সব হারিয়ে ফাস্ট ইয়ারের ছবি দেখে এক নয়নে তাকিয়ে নষ্টালজিক হয়ে যায় !
.
আর একটি বছর আগে বেরুতে পারলে হয়তো চোখের সামনে দিয়ে একটি মুরগীর রোস্টকে সান্ত্বনা ভেবে ছলছল নয়নে অন্যের হাতে তুলে দিতে হতো না !
.
শুধু আরেকটি বছর আগে চাকরি ফেলে বাবা ছেলের বেকারত্ব না দেখে শান্তিতে বিদায় নিতে পারতো !
.
পড়ালেখার খরচ চালাতে গিয়ে গ্রামের বাবাটি ঋণের চাপে পিষ্ট হয়ে আদরের মেয়েটির বিয়ে ভেঙ্গে যাওয়া দেখতে হতো না !
.
যৌবন হারিয়ে ছেলেটিও আজ নেশাতুর নয়নে রং চা'য়ে চুমুক দিয়ে উদাস হয়ে যেতো না !
.
ক্ষুদ্র জীবনে একটি বছর সমান ৩৬৫ দিন, ফিরিয়ে দিতে পারবেন কেউ লক্ষ লক্ষ ছাত্রদের লক্ষ লক্ষ বছর কোটি কোটি দিন?
©somewhere in net ltd.