নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
স্কুল লাইফে সবচেয়ে বেশী আনন্দে মাতিয়ে রাখা বন্ধুদের মধ্যে এমন কিছু বন্ধু থাকে যারা একসাথে পথ চলতে পারে না, পিছিয়ে যায় !
.
অনেক দিন পর খেয়াল করলে দেখা যায় তারা অদ্ভুতভাবে নীরব হয়ে গেছে আগের মত সরব নেই !
.
আড্ডার মধ্যমণি থাকা বন্ধুগুলো একদিন লুকিয়ে যায়, নিজেদের লুকিয়ে ফেলে কারণ একসাথে কদম মিলিয়ে তারা পথ চলতে পারে নি !
.
হয়তো পরিবারের পিছুটান অথবা অত্যধিক দুষ্টমি নতুবা ছন্নছাড়া জীবন তাদের এগুতে দেয় না !
.
সেই বন্ধুগুলো এমন ছিল যারা আপনার জন্য সব করতে পারতো, হয়তো আপনাকে কেউ মেরেছে বলে তারা পাল্টা ঘুষি মেরে এসেছে, বিপদে পড়লে তাদের ডাকতেন ৷
.
লেখাটি এতটুকু পড়েছেন তারপর একটু চিন্তা করুন এমন কোন বন্ধু আছে কি না?
.
যদি থেকে থাকে তাদের খোঁজ নিয়ে একটি সারপ্রাইজ দিন, বন্ধু বলে চিৎকার দিয়ে বুকে জড়িয়ে ধরুণ বিশ্বাস করুন স্বার্থপর এই দুনিয়ায় ঐ বন্ধুরা নিঃস্বার্থ আপনার জন্য জীবন বাজী রাখতে পারে !
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর বলেছেন !
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
বিপরীত বাক বলেছেন: আপনি তো দেখছি এমন পরামর্শ দিচ্ছেন যে তাতে জীবনের পূর্বেকার দুই তৃতীয়াংশ ধ্বংস হয়েছে তো হয়েছে আর বাকি এক তৃতীয়াংশ ও ধ্বংস হবে।
নিজে বাচলে বাপের নাম। যেভাবে হোক, যে পন্থাতেই হোক। নিজের স্বার্থ আগে উদ্ধার করতে হবে। এরপর নিজের যত খাই খায়েশ মিটিয়ে নিতে হবে। এরপর অন্যদেরকে নিজের চামচামি করতে বাধ্য করাতে হবে।
এরপর সবার কাছ থেকে বাধ্যতামূলক স্বীকৃতি নিয়ে জান্নাত নিশ্চিত করাতে হববে।
তবেই না সফল সে জীবন।।
দেখেছেন টা কি জীবনের।