নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ফেলে এসেছি তোমার বাসার আসে পাশে ঘুরঘুর করা সময়গুলো মনে পড়লে নিজেই হাসি !
.
ফেলে এসেছি ক্রিকেট খেলায় ব্যাটিং না পাওয়া অভিমানী মুহূর্তগুলো বড্ড মিস করি !
.
ফেলে এসেছি স্কুল পালিয়ে বৃষ্টিতে স্নান অতপর জ্বর জ্বর অনুভূতি তারপর স্যারের জিগ্যেস করা 'জ্বরজ্বর কোন প্রকার দ্বিরূক্তি?'
.
ফেলে এসেছি ঘুড়ি নিয়ে দৌড়তে দৌড়তে পিছনে তকিয়ে দেখা ঘুড়ি তো উড়ছে না সে ও চলছে !
.
ফেলে এসেছি সেই স্কুল বেঞ্চে কলম কলম খেলা সাথে যদু মধু রাম সাম তার সাথে চোর ডাকাত পুলিশ !
.
ফেলে এসেছি প্রথম রেজাল্টে অনুভূতি 'আমি ও পাস করতে পারি !'
.
ফেলে এসেছি সেইই প্রথম ক্রাশ সেই অনুভূতি সেই ভালো লাগা সেই মন খারাপ সেই অনমনা সময় !
.
ফেলে এসেছি নিয়মিত কান ধরে দাঁড়িয়ে থাকা অতপর সেই টিং টিং ঘন্টা !
.
ফেলে এসেছি ইউনিফর্ম না পড়ায় নীল ডাউন দিয়ে মুরগী হয়ে পাশের জনের সাথে চোখ টিপাটিপি !
.
ফেলে এসেছি, ফেলে যাচ্ছি, ফেলে যাবো কত কিছু সব ফেলে ছুটে চলা একটু এগিয়ে যাওয়া একটু থমকে যাওয়া !
.
সবকিছু ফেলে বড় হওয়ার তাগিদে ছুটতে থাকা ! একদিন সব 'ফেলে এসে' আমরাও অনেক বড় হবো, অকাশটা ছুঁয়ে নিচে তাকিয়ে দেখবো কোথাও এক টুকরো মাটি নেই !
.
বড় হতে হলে ফেলে আসতে হয়, কত কিছু কত সময় কত ক্ষণ কত মুহূর্ত কত স্মৃতি পিছনে ফেলে বড় হতে হয় ! শুনো ছোট্টরা এই কারণে হলেও বড় ভাইদের সালাম শ্রদ্ধা করবে !
.
এক সময় লিকলিকে স্বামীরা বিয়ের দিন নিজের কোল থেকে বউ ফেলে দিতো , সেই সময়টা ও ফেলে এসেছি !
©somewhere in net ltd.