নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হকার মার্কেটে দামাদামি !

২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

কালো ঘড়ি'টা কত ভাই ?
-১৪,০০০ টাকা
.
এটা কি ঘড়ি না গাড়ীর দাম?
-চৌদ্দ লক্ষ না চৌদ্দ হাজার বলছি
.
লাস্ট কত পারবেন?
-আপনি মানুষ ভালো একদাম চৌদ্দশ(১৪০০) নিয়ে নেন
.
একদাম এক'শ চল্লিশ(১৪০) পারবেন?
-ঘড়ি কিনতে আইছেন না গাড়ী?
.
ঘড়ি কিনতেই তো এসেছিলাম ৷
-১৪০ টাকা দিয়ে একটি খেলনার গাড়ী নিয়ে যাইয়েন ৷
.
চলে যাচ্ছি এমন সময়.....!
.
কেনো ডাকছেন আবার?
-এই নেন ঘড়ি দশ টাকা বাড়ায় দিয়েন ৷
.
"চলে আসতেছি আর মনে মনে বলতেছি ১৪০ টাকা না বলে ১৪ টাকা বললেও হয়তো দিয়ে দিতো ধেত্তুরি !"
.
যদি ১৪ টাকায় দিতো তাহলে ও আপসোস থাকতো এই বুজি 'এমনি দেন' বললে হয়তো ফ্রি ও দিয়ে দিতো !
.
বড়ই রহস্যময় এই হকার মার্কেটগুলো ! এখানে সবি সম্ভব !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

নির্বাসিত কবি বলেছেন: ভাল লাগল :)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা !

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: হকার্স মার্কেটে গেলে পদে পদে বাঁশ খাই । তাই দক্ষ বন্ধু-বান্ধব নিয়ে যাই ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: একদম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.