নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
নিয়মিত গল্প উপন্যাস পড়া মেয়েগুলো অদ্ভুত ধরণের নীরব হয়, হৈমন্তি গল্পে রবী ঠাকুর বিষয়টি নায়িকার চরিত্র দিয়ে ফুটিয়ে তুলে তা বুজিয়ে দিয়েছিলেন !
.
বই কোলে নিয়ে বসে থেকে তারা ভুলে যায় এলোকেশী চুল গুলো এলোপাথাড়ি এলোমেলোভাবে উড়ছে,
.
যদিও এমন মেয়েগুলো আজ বিরল প্রজাতি হয়ে কালে ভদ্রে চিড়িখানায় দেখা যায় !
.
নাহিদ নামের এক ছেলের কাছ থেকে একটি বিষয় শিখলাম 'শব্দ ছবি' তার মতে শব্দগুলো যদি ছবি হিসেবে ফুটিয়ে তুলা যায় তা চিত্রপটকে হার মানাবে !
.
শব্দ কন্যা'টি নিয়মিত বই পড়তো, রঙ্গিন জগতের নেশা তার বই পড়ার নেশাকে হার মানাতে পারে নি, সম্প্রতি তার বিয়ে হলো
.
বেপারটি ভালোভাবে নিতে পারলেন না শাশুড়ি কিছু দিন পর বললেন, 'মা সারাদিন বই পড়লে সংসার সামলাবে কে? '
.
পরের পাতায় কি ঘটছে ভেবে সেদিন আনমনা মন চা'য়ের কাপ ভাঙ্গার শব্দ শুনে জেগে উঠলো ! পাশে স্বামীর চিৎকার ! তোমার কোন কান্ড জ্ঞান নেই !?
.
কাপ ভাঙ্গার শব্দের মতো আরো কিছু শব্দ বুকের গভীরে অনুরণিত হয় সেই কাপটির মত চুরমার করে ভেঙ্গে যায় কেউ দেখে না তা !
.
মেয়েটি আজও নীরব ! গল্পের কোন চরিত্রে নিজেকে হারিয়ে ফেলেছে ! হাজারো শব্দের মধ্যে হারিয়ে আপনজনদের দুই একটি শব্দের মধ্যে তার অভিমান নেই !
.
আসেন মিষ্টি মুখ করায় মেয়েটির একটি সন্তান হলো,
.
নিরব মেয়েটি আজ সরব....!
.
রোজ তিনবেলা করে সে তার শিশুকে গল্প বলে বলে মানুষ করছে ! কারণে অকারণে গল্প বলে ! এই গল্প ঐ গল্প ! একদিন যদি ছোট্ট শিশুটি একজন বেগম রোকেয়া হয়ে উঠে সেদিন 'শব্দ কন্যা'টি রত্নগর্ভা হবে ৷
.
এভাবে প্রতিভা'র পিছনে কলকাঠি নেড়ে চলছে অনেক বাবা মা, চিরকাল তারা পর্দার আড়ালে রয়ে যায় ৷
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
আবদুর রব শরীফ বলেছেন: হাহা
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪
সুদীপ্ত নাহিদ বলেছেন: আমিও নাহিদ।