নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
২০১৪ সালের ২৬ মে প্রথম আলোর সংবাদ পত্র খুলে দেখুন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে ২০১৫ সালে বেকার সংখ্যা হবে ৩৩ লাখ এখন ২০১৬ তে কত তা আমি জানি না !
.
২০১৪ সালের ২৮শে অক্টোবরের দৈনিক ইত্তেফাক খুলে দেখুন, প্রতি ১০০ জন স্নাতক ডিগ্রিধারী ছেলে-মেয়ের মধ্যে ৪৭ জন বেকার।
.
সময় পেরিয়ে পরিসংখ্যানে বেকারত্ব হুহু করে বাড়ছে
.
একটি উদাহরণ দিই,
৩৬তম বিসিএস পরীক্ষা দিয়েছে তিন লক্ষাধিক, কিন্তু পোস্ট খালি আছে ধরুন দুইহাজার, অর্ধেক যাবে কোটায়, এখন এখানে যদি এক লক্ষ মেধাবী হয়, রাত দিন ২৪ ঘন্টা সাধনা করে তবুও কোন কাজ হবে না !
.
মানুষ বসতে চাই একশো কিন্তু চেয়ার একটা সেখানে আর্ট করে বসার মধ্যে আপনি যতো পটু হোন না কেন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে !
.
বিস্কুট আছে দশটি হাজার জন ক্ষুধার্ত সেখানে ৯৯০ জনকে না খেয়ে থাকতেই হবে যত ক্ষুধার্ত হোক না কেনু!?
.
অনেকে বলবেন বিসিএস ছাড়া অনেক কিছু আছে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম সব জায়গারি একই বেহাল দশা
!
.
প্রতিযোগিতা কাকে বলে? মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলোর জন্য লড়াই করাকে প্রতিযোগিতা বলে না !
.
বিশাল সমুদ্রে যখন হাজার যাত্রী নিয়ে জাহাজ ডুবে যাচ্ছে পাশে একটা ডিঙ্গী নৌকা সে নৌকায় উঠার জন্য যদি আপনি হাজার মানুষকে মোটিবেশন দিয়ে বলেন 'তুমি ও জিতবে ৷' তখন বেপারটা হাস্যকর হবে !
.
বিলিভ মি ! বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হয় প্রতিযোগিতা নয় !
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
আর্টিফিসিয়াল বলেছেন: বিশাল সমুদ্রে যখন হাজার যাত্রী নিয়ে জাহাজ ডুবে যাচ্ছে পাশে একটা ডিঙ্গী নৌকা সে নৌকায় উঠার জন্য যদি আপনি হাজার মানুষকে মোটিবেশন দিয়ে বলেন 'তুমি ও জিতবে ৷' তখন বেপারটা হাস্যকর হবে !
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: সেটাই কৃতজ্ঞতা !
৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: বিশাল সমুদ্রে যখন হাজার যাত্রী নিয়ে জাহাজ ডুবে যাচ্ছে পাশে একটা ডিঙ্গী নৌকা সে নৌকায় উঠার জন্য যদি আপনি হাজার মানুষকে মোটিবেশন দিয়ে বলেন 'তুমি ও জিতবে ৷' তখন বেপারটা হাস্যকর হবে। এই কথাটা দারুন হইছে।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: একদম !
৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
আজমান আন্দালিব বলেছেন: বিশাল সমুদ্রে যখন হাজার যাত্রী নিয়ে জাহাজ ডুবে যাচ্ছে পাশে একটা ডিঙ্গী নৌকা সে নৌকায় উঠার জন্য যদি আপনি হাজার মানুষকে মোটিবেশন দিয়ে বলেন 'তুমি ও জিতবে ৷' তখন বেপারটা হাস্যকর হবে !
.
বিলিভ মি ! বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হয় প্রতিযোগিতা নয় !
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৮
আবদুর রব শরীফ বলেছেন: বিশাল সমুদ্রে যখন হাজার যাত্রী নিয়ে জাহাজ ডুবে যাচ্ছে পাশে একটা ডিঙ্গী নৌকা সে নৌকায় উঠার জন্য যদি আপনি হাজার মানুষকে মোটিবেশন দিয়ে বলেন 'তুমি ও জিতবে ৷' তখন বেপারটা হাস্যকর হবে !
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: ঠিক কথা